সময়ের ডাক।


যারা সমাজকে বিভিন্নভাবে বিভক্ত করে দীর্ঘদিন ধরে সমাজকে শোষণ করে গেছেন, আজ তারাই সামান্য কিছুর জন্য জাতিগত উস্কানি দিয়ে সমাজে বিবাদ সৃষ্টি করছেন। বিগত দিনে কাঞ্চনপুর মহকুমায় মাত্র দশ টাকা নিয়ে দুই ব্যক্তির বিবাদকে ঘিরে দুই জাতির মধ্যে সুকৌশলে বিভেদ লাগিয়ে দিতে সেই সকল দুষ্ট লোক সফল হয়ে যায়। রাজ্যের মানুষের ভাষা, বর্ণ, জাতি, উপজাতি নানানভাবে, এমনকি পাড়ায় পাড়ায় বিভেদের মাধ্যমে উস্কানি দিয়ে এক বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টিই তাদের একমাত্র উদ্দেশ্যও। রাজ্যের উন্নয়ন রোখা ও সমাজের বিভেদকে জিইয়ে রেখে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখাই তাদের মূল লক্ষ্যও। কাজেই সময়ের ডাকে শুভবুদ্ধিসম্পন্ন ব্যক্তিরা এগিয়ে এসে সমাজকে এক গঠনমূলক দিশা দিয়ে দুষ্ট লোকের হাত থেকে রক্ষাই এখন মূল কাজ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu