আগামী ১লা মার্চ থেকে শুরু হচ্ছে তিন দিন ব্যাপী “কৃষি উন্নতি মেলা ২০১৯”।


সবুজ ত্রিপুরা, সংবাদমাধ্যম, ২৭ ফেব্রুয়ারি :  ভারতীয় কৃষি অনুসন্ধান পর্ষদের (আই.সি.এ.আর), ত্রিপুরা শাখার উদ্যোগে আগামী পয়লা মার্চ,২০১৯ ইং তিন দিন ব্যাপী “কৃষি উন্নতি মেলা ২০১৯”-এর সূচনা হতে চলেছে। রাজ্যের মাননীয় রাজ্যপাল, প্রফেসর কাপ্তান সিং সোলাঙ্কি ঐ দিন বেলা ১১ ঘটিকায় মেলার উদ্বোধন করবেন। এই “কৃষি উন্নতি মেলা ২০১৯” অনুষ্ঠিত হবে লেম্বুছড়াস্থিত আই.সি.এ.আর প্রাঙ্গনে। রাজ্য ও বহি:রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তিন সহস্রাধিক কৃষক, ছাত্রছাত্রী, বিজ্ঞানী, রাজ্য ও কেন্দ্র সরকারের বিভিন্ন পদাধিকারী এই মেলায় অংশগ্রহন করবেন।

মেলায় প্রদর্শনীর পাশাপাশি কৃষকের আয় দ্বিগুন করার লক্ষ্যে সেমিনার, কৃষক বিজ্ঞানী মতবিনিময়, জলবায়ু-স্থিতিস্থাপক কৃষি ব্যাবস্থাপনার উপর আলোচনার আয়োজনের ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া মেলায় একটি ফিস ফেস্ট এবং Agri Business কনক্লেভের ব্যবস্থা রয়েছে। উক্ত মেলায় সকল অংশের মানুষকে অংশগ্রহন করার সাদর আমন্ত্রন জানানো হয়েছে। আই.সি.এ.আর, আগরতলা শাখার পক্ষ হইতে যুগ্ম অধিকর্তা ও আহ্বায়ক শ্রী বাসন্ত কান্ডপল এই তথ্য জানিয়েছেন।
আরও পড়ুন: পি এম কিষাণ প্রকল্পে ৭০ হাজার কৃষক উপকৃত: মুখ্যমন্ত্রী। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu