উত্তর জেলা হাসপাতালে বিনামূল্যে প্যাথলজিক্যাল টেস্ট কর্মসূচীর সূচনা।


সবুজ ত্রিপুরা, সংবাদমাধ্যম, ২৭ ফেব্রুয়ারি: উত্তর জেলার ধর্মনগর জেলা হাসপাতালে সকলের জন্য বিনামূল্যে রক্ত, মল, মূত্র ইত্যাদি পরীক্ষা সেবা গত ২০শে ফেব্রুয়ারী চালু হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে আয়োজিত এই পরিষেবার উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী শ্রী জহর চক্রবর্তী। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডঃ জগদীশ চন্দ্র নমঃ। অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন জেলা হাসপাতালের মেডিক্যাল সুপার ডঃ শীর্ষেন্দু চাকমা। উদ্বোধনী ভাষণে শ্রী জহর চক্রবর্তী বলেন, হাসপাতালে বিনামূল্যে এই

আরও পড়ুন ঃ  আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্তে কংগ্রেস দলের বিভিন্ন কর্মসূচী।

পরিষেবা চালু হওয়ার ফলে সমাজের সকল স্তরের বিশেষ করে গরীব অংশের মানুষ বিশেষভাবে উপকৃত হবেন। জেলা হাসপাতালে যে সকল সুযোগ সুবিধা রয়েছে, সাধারণ মানুষ যাতে সে সকল সুবিধা সঠিকভাবে পান সেই বিষয়ে তিনি দপ্তরের আধিকারিক, চিকিৎসক সহ সকল স্তরের কর্মচারীদের আহ্বান জানান। পরে ইনি জেলা হাসপাতাল সংলগ্ন স্থানে রক্ত, মল ও মূত্র পরীক্ষার নোডাল সেন্টারেরও উদ্বোধন করেন। এ এস আর হসপিটাল ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড-এর সাথে রাজ্য সরকারের  মউ চুক্তির মাধ্যমে এই কেন্দ্র খোলা হয়েছে। উত্তর ত্রিপুরা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডঃ জগদীশ চন্দ্র নমঃ আলোচনাকালে জানান, জেলা হাসপাতালে রক্ত, মল ও মূত্রের নমুনা সংগ্রহ করে হাসপাতালে সংলগ্ন এই ল্যাবে পরীক্ষা করা হবে। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবী অলোকেশ আদিত্যও।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu