সবুজ ত্রিপুরা, সংবাদমাধ্যম, ১৩ ফেব্রুয়ারী : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রীসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটির বৈঠকে তপশিলি উপজাতিদের উন্নয়নের জন্য সাব স্কিমের অধীনে কর্মসূচিটি ১লা, ২০১৭ থেকে আগামী ৩১শে মার্চ, ২০২০ পর্যন্ত সম্প্রসারিত করার সিদ্ধান্তে অনুমোদন দেওয়া হয়েছে। এর জন্য ১১,৯০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে। এর মধ্যে যে ১১ টি প্রকল্পের কাজ অব্যাহত থাকবে সেগুলো হলো, ম্যাট্রিক পূর্ব ও পরবর্তী স্কলারশিপ, আশ্রম বিদ্যালয়য়, বালক-বালিকাদের জন্য ছাত্রাবাস নির্মাণ, বৃত্তিমূলক প্রশিক্ষণ, নজরদারি ও পুনর্মূল্যায়ণ, উপজাতীয় উৎসব, উপজাতি বিষয়ে গবেষণা, তথ্য ও প্রশিক্ষণ, তপশিলি উপজাতির কল্যাণে নিয়জিত স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর জন্য আর্থিক সহায়তা, বিশেষভাবে দুর্বলশ্রেণীর আদিবাসী গোষ্ঠীগুলির উন্নয়ন, অপ্রধান বনজ পণ্যের ন্যূনতম সহায়ক মূল্য এবং উপজাতিদের জন্য সাবস্কিমে রাজ্য সরকারগুলিকে বিশেষ কেন্দ্রীয় সহায়তা। তপশিলি উপজাতি সম্প্রদায়ের ১০ কতিরও বেশি মানুষ এই সিদ্ধান্তের ফলে উপকৃত হবেন।
0 মন্তব্যসমূহ