ধর্মনগরে ৩০ তম সড়ক সুরক্ষা সপ্তাহ উদ্‌যাপন শুরু।


সবুজ ত্রিপুরা, চুরাইবাড়ি প্রতিনিধি, ৫ ফেব্রুয়ারী : বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে উত্তর ত্রিপুরা জেলাভিত্তিক ৩০তম সড়ক সুরক্ষা উদযাপন অনুষ্ঠান গতকাল ধর্মনগরের  বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবনে আয়োজিত হয়। অনুষ্ঠানটির উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী রসিক রঞ্জন গোস্বামী। অন্যান্য উপস্থিত বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন বি পি টি এম এস’র উত্তর ত্রিপুরা জেলা সচিব সুব্রত রুদ্রপাল এবং অনুপ রুদ্রপাল প্রমুখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ধর্মনগরের আই সি বি টি ডেভেলপমেন্ট সোসাইটির সচিব বিপ্লব দাস এবং স্বাগত ভাষণ রাখেন জেলা পরিবহন আধিকারিক রাজু দেব।
       অনুষ্ঠানের কর্মসূচী অনুযায়ী সকালবেলা বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং দপ্তরের কর্মীদের নিয়ে এক বর্ণাঢয় র‍্যালী আয়োজিত হয়। পরে বি বি আই ময়দানে সড়ক দুর্ঘটনা, অগ্নি নির্বাপন ও দুর্যোগ মোকাবিলা বিষয়ে মহড়া অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, উত্তর ত্রিপুরা জেলা প্রশাসন ও জেলা পরিবহন কার্য্যালয়ের যৌথ উদ্যোগে সপ্তাহব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী ১০ই ফেব্রুয়ারী এর সমাপ্তি অনুষ্ঠান করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu