৬ ডিসেম্বরঃ হিন্দু সামাবেশ : বিশ্ব হিন্দু পরিষদের কেন্দ্রীয় সহ–সংঘটন মন্ত্রী ধর্মনগরে ।
সাবুজ
ত্রিপুরা ,ধর্মনগর, প্রতিনিধি ।। আর এস এস এর উত্তর ত্রিপুরা জেলা সঙ্ঘচালক মাননীয়
বিবেকানন্দ ভট্টাচার্য মহাশয়ের উপস্থিতিতে
বিশ্ব হিন্দু পরিষদের প্রান্ত সংঘটন মন্ত্রী মাননীয় পূর্ণচন্দ্র মণ্ডল এবং উত্তর ত্রিপুরা
সংঘ পরিবারের বিভিন্ন সংঘটনের কার্যকর্তা দের
নিয়ে অযোধ্যায় শ্রী রাম জান্ম ভূমিতে মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের ভব্য মন্দির
নির্মাণ প্রকল্পে এক বৈঠক অনুষ্টিত হয় । এই বৈঠকে আর এস এস এবং বিশ্ব হিন্দু পরিষদ
ছাড়া বি এম এস , রাষ্ট্র সেবিকা সমিতি , এবিভিপি , হিন্দু জাগরন মঞ্চ , ভারতীয় জনতা
পার্টি , অখিল ভারতীয় রাষ্ট্রিয় শিক্ষক মহাসঙ্ঘের প্রতিনিধিরাও অংশ গ্রহন করেন। দীর্ঘদিন
থেকে রাম মন্দির বিতর্ক কোর্টে ঝুলে রয়েছে। ভারতবর্ষের সন্ত সমাজ এবং বিশ্ব হিন্দু
পরিষদের ঊচ্চপদস্থ কার্যকর্তাদের এক সন্মেলনে
মন্দির নির্মানকার্য তরান্বিত করার সিধান্ত
গ্রহীত হয় । এই উপলক্ষে কেন্দ্রীয় বৈঠকের সিধান্তক্রমে ভারতবর্ষের প্রত্যেক প্রান্তে
শ্রীরামচন্দ্রের ভব্য মন্দির নির্মাণ প্রকল্পে প্রান্ত সমাবেশের আয়োজন করা হচ্ছে ।
এই কর্মসূচির অন্তরগত কার্যক্রম হিসেবে ধর্মনগর বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবনে আগামী ৬ ই ডিসেম্বর বেলা ১২
ঘটিকায় এক হিন্দু সমাবেশের বিশেষ বক্তা হিসাবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় সহ-সংঘটন মন্ত্রী
ও কেন্দ্রীয় মঠ মন্দির প্রমুখ শ্রী হরিশঙ্করজী । উক্ত বৈঠকে উপস্থিত সকল কার্যকরতাদের
মধ্যে বিশেষ উৎসাহ লক্ষ করা যায়। এই বৈঠকে বিশ্ব হিন্দু পরিষদের উপস্থিত ছিলেন ত্রিপুরা
উপ-প্রান্ত সাম্পাদক শ্রীকনক লাল দাস।
কোন মন্তব্য নেই