শারীরিক পরীক্ষা-নিরিক্ষা করেই সীমান্ত পারে কৃষি জমিতে ধান কাটার অনুমতি দিল বিএসএফ


সবুজ ত্রিপুরা, বক্সনগর প্রতিনিধি, ১২মে : কলমচৌড়া থানার অধীনে পুটিয়া উত্তর পাড়া সীমান্ত এলাকার মোট ১৩ জন কৃষক ও শ্রমিকের শারিরীক পরীক্ষা করেছে বক্সনগর স্বাস্থ্যকেন্দ্র।
এদিনে মঙ্গলবার সকাল নয় ঘটিকার সময় এই কৃষকদল তাদের নিজস্ব পাকা ধানের কৃষি জমিতে ধান কাটার উদ্দ্যেশ্যে যেতে চাইলে সীমান্তের দায়িত্বে থাকা ৭৪নং ব্যাটেলিয়ানের অন্তর্গত আসাবাড়ি বিওপি কমান্ডেন্ট মহাবীর প্রসাদের উপস্থিতিতে ১৫২ নম্বর গেইট দিয়ে তারা কাটা তারের বেড়ার বাহিরে যায় এবং যাবার সময়ে বক্সনগর মেডিকেল টিম উপস্থিত থেকে তাদের সকলের শারীরিক পরীক্ষা-নিরিক্ষা করে এবং ধান কাটার কাজ শেষে দুপুর দুইটায় বাড়িতে ফেরৎ আসার সময়ে পুনরায় তা পরীক্ষা করা হয়। তবে পরবর্তীতে মেডিকেল টিমের দায়িত্বে থাকা অফিসার ডঃ পঙ্কজ সরকারের সাথে কথা বলে জানা যায়, তাদের সকলেরই পরীক্ষায় করুনার কোনো রকমের লক্ষণ দেখা যায়নি। যার ফলে আতঙ্কিত হবার কোনো কারন নেই।


ছবিঃআবু কাউছার

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu