রাষ্ট্রবাদ দিয়ে রাজ্য রক্ষা করা কঠিন



সবুজ ত্রিপুরা, ২৫ জানুয়ারী : বিজেপি'র নেতৃত্বে কেন্দ্রীয় সরকার রাষ্ট্রীয়স্তরে এখন পর্যন্ত যা কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছে, সবকটাই রাষ্ট্রীয় হিতে তো বটেই, মানবিক দৃষ্টিকোণ থেকেও কম গুরুত্বপূর্ণ নয়। সিএএ (সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট) নিয়ে যারা রাজ্যে রাজ্যে যে সব অসহনীয় অবস্থার সৃষ্টি করে চলেছে, তারা দেশভাগের ভয়াবহ পরিস্থিতি নিয়ে ওয়াকিবহাল নয়। যারা অপার ভারতের ২০ লক্ষ হিন্দুকে হত্যা করেছিল, নারীদের করেছিল ধর্ষণ, তাদের কি জামাই আদরে এদেশের নাগরিক হবার অধিকার দিতে হবে ? তা হলে হিন্দুদের যাওয়ার জায়গাটা কোথায় থাকল - একবার বলতে পারেন এদেশের রাজনৈতিক প্রভুরা? ? তবে রাজ্য রক্ষা করতে হলে চাই বেকারদেরফ কর্মসংস্থান, মানুষের রোজগার সৃষ্টির পরিকল্পনা, দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ - রাজনৈতিক বক্তব্য নয়।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu