এবারের নির্বাচনে মূলত পাঁচজন প্রতিদ্বন্দ্বী ছিলেন ভারতীয় জনতা পার্টির পক্ষে , শুধু একজন নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বি থাকায় জলাবাসা পেক্স আধিকারিক গনেরা নির্বাচন করতে বাধ্য হন। বিশ্বস্ত সূত্রে খবরে প্রকাশ যে এবারের জলাবাসা প্যেক্স নির্বাচনের মূল প্রতিদ্বন্দীতা ছিল শালা ও ভগ্নিপতির মধ্যে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ছিলেন ভারতীয় জনতা পার্টির প্যানেল প্রতিদ্বন্দী শ্রীমতি রিনা নাথ, ভোট পেয়েছেন ৩৪৭ টি, ময়না দেব নাথ ভোট পেয়েছেন ৩১৪ টি, মতি লাল দাস তালুকদার ভোট পেয়েছেন ৩৩৬ টি, শ্রী সজল মালাকার, ভোট পেয়েছেন ৩৪১ টি।এবং শ্রী দীপক নাথ ২৬৪ টি। তৎসঙ্গে ৫ জন প্যানেল প্রতিনিধিদের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করেন শ্রী মদন মোহন নাথ। লোকমুখে জানা যায় যে পেনেল প্রতিদ্বন্দী দীপক নাথের আপন ভগ্নিপতি শ্রী মদন মোহন নাথ। যিনি এবারের নির্বাচনে ২০৩ ভোট পেয়েছেন, এবং সালোক মহাশয় পেয়েছেন ২৬৪ ভোট। জলাবাসা পেক্স নির্বাচন এবারের আরক্ষা দপ্তরের সম্পূর্ণরূপে কেন্দ্রীয়
বাহিনী পাহারাদারিতে ভোট গ্রহণ পর্ব এবং ফলাফল ঘোষণা অনুষ্ঠিত করা হয়েছে যা চোখে পড়ার মত। বিগত প্যাক্স নির্বাচনে এইরূপ প্রশাসনিক তৎপরতা দেখা যায়নি বলে এলাকার শুভবুদ্ধি সম্পন্ন নাগরিকদের অভিমত। সবশেষে ইলেকশন অফিসার ঘোষণা করেন যে আগামী কিছুদিনের মধ্যেই জলাবাসা প্যাক্স লিমিটেডের সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন করা হবে , এবং আগামী পাঁচ বছর তাদের উপরে জলাবাসা ব্যাংক লিমিটেডের দায়িত্ব অর্পণ করা হবে।
0 মন্তব্যসমূহ