এক দিনের এক নেশা বিরোধী সচেতনতা মূলক অনুষ্ঠান মহা সমারোহে অনুষ্ঠিত-Sabuj Tripura

সবুজ ত্রিপুরা 

১১ মার্চ
শুক্রবার
কদমতলা প্রতিনিধিঃ আজ চুড়াইবাড়ি দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে এক দিনের এক নেশা বিরোধী সচেতনতা মূলক অনুষ্ঠান মহা সমারোহে অনুষ্ঠিত হয়। 

ছাত্র ছাত্রীদের দীর্ঘ রেলি  শেষে চুড়াইবাড়ি রেল স্টেশন চত্তরে লেখক ও শিক্ষক  সঞ্জীব দে'র    রচনা ও নির্দেশনায়  বিজ্ঞান ভিত্তিক একাঙ্ক নাটক " যাদু কাঠি" পরিবেশিত হয়।অভিনয়ে ছিলেন  - সজল নাথ, সবিবুল হোসেন, 

আজমল হোসেন, রূপন চৌহান, রেজিয়া বেগম,সংগীতা চক্রবর্তী, সুস্মিতা দেব,দীপশিখা দাস,অনামিকা দত্ত, সোনালি ঘোষ, 
মিউজিকেরুবেল আহমেদ সবার  সুন্দর অভিনয় দক্ষতায় ছাত্র ছাত্রীরা দর্শকদের মন জয় করেন। এছাড়া ক্যুইজ, অঙ্কন ও প্রবন্ধ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সবশেষে বিজয়ীদের পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা হয়।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu