দেবমিতা চক্রবর্তী। বাচিক শিল্পী হিসেবে আমন্ত্রিত ছিলেন ত্রিদিব দেব(স্পেশাল অতিথি), বর্ষণা পুরকায়স্থ,বৈশাখী ভট্টাচার্য্য, শ্রাবণী চন্দ,স্নেহা চৌধুরী। সঞ্চালনায় ছিলেন ধর্মনগর লাইভের কর্নধার শতরূপা চৌধুরী। তাছাড়া ক্যামেরার
পেছনে লাইভ টেলিকাস্ট এ ছিলেন ধর্মন়গর লাইভের কর্নধার শুভজিৎ ঘোষ ও নবজীৎ দাস। এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়েছে ধর্মনগর লাইভের পর্দায়। পরবর্তীতে আরও বড় পরিসরে অনুষ্ঠান করার চিন্তা ভাবনা করে এগোচ্ছে ধর্মনগর লাইভ ।
0 মন্তব্যসমূহ