কর্তব্যরত পুলিশ কর্মী সালাউর রহমান চৌধুরী গাড়িটি আটক করে তল্লাশি করতেই গাড়ি থেকে ২১ হাজার ৫০০ বোতল নেশাজাতীয় এসকপ সিরাপ বেরিয়ে আসে। সঙ্গে অ্যাসিস্ট্যান্ট লালচান আলী(১৯) কে আটক করা হয়।গাড়িটি গুয়াহাটি থেকে
রাজধানী আগরতলার উদ্দেশে যাওয়ার জন্য আসছিলো। গাড়ি থেকে ১৩৫ কার্টুনে মোট ২১,৫০০ বোতল এসকফ সিরাপ জব্দ করা হয়েছে যার বাজারমূল্য প্রায় ৩৮ লক্ষ টাকা হবে বলে জানিয়েছেন ইনচার্জ নিরঞ্জন দাস।
0 মন্তব্যসমূহ