আসাম - চুড়াইবাড়ী পুলিশের হাতে আটক নেশা সামগ্রী-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা 

১৬ মার্চ
বুধবার
কদমতলা  প্রতিনিধিঃ  ফের একবার অসম চুড়াইবাড়ী পুলিশের হাতে জব্দ একটি কনটিনার গাড়ী থেকে ২১ হাজার ৫০০ বোতল এসকপ সিরাপ। 

মঙ্গলবার গভীর রাতের তল্লাশিতে উদ্ধার করা হয় এই বিপুল পরিমাণ নেশা সামগ্রী গুলো। বিবরণে প্রকাশ, মঙ্গলবার গভীর রাতে গুয়াহাটি থেকে আগরতলা গামী খুচরো পণ্য সামগ্রী বোঝাই একটি NL01A- F 4980  নম্বরের কন্টেইনার গাড়ী অসম চুড়াইবাড়ি ওয়াস্ট পোস্টের নাকা পয়েন্টে আসে তখন পুলিশের আছ পেয়েই চালক গাড়ি থেকে পালিয়ে যায়। তখন গাড়ীর অ্যাসিস্ট্যান্ট  গাড়িতে থাকা অবস্থায়  

কর্তব্যরত পুলিশ কর্মী সালাউর রহমান চৌধুরী গাড়িটি আটক করে তল্লাশি করতেই গাড়ি থেকে  ২১ হাজার ৫০০ বোতল নেশাজাতীয় এসকপ সিরাপ বেরিয়ে আসে। সঙ্গে অ্যাসিস্ট্যান্ট লালচান আলী(১৯) কে আটক করা হয়।গাড়িটি গুয়াহাটি থেকে 
রাজধানী আগরতলার উদ্দেশে যাওয়ার জন্য আসছিলো। গাড়ি থেকে ১৩৫ কার্টুনে মোট ২১,৫০০ বোতল এসকফ সিরাপ জব্দ করা হয়েছে যার বাজারমূল্য প্রায় ৩৮ লক্ষ টাকা হবে বলে জানিয়েছেন ইনচার্জ নিরঞ্জন দাস।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu