তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনাচরণ জমাতিয়া। তল্লাশির সময় গাড়িতে আবর্জনা থাকায় আরো বেশি সন্দেহ হয় সেই আবর্জনা থেকেই ৭৬ প্যাকেট গাজা অর্থাৎ ৭১২ কেজি শুধু গাঁজা উদ্ধার হয়। যার বাজার মূল্য আনুমানিক ৪০ লক্ষ্য টাকা হবে বলে জানায় মহকুমা পুলিশ
আধিকারিক সোনা চরণ জমাতিয়া। আটক করা হয় গাড়ির চালক আওযেশ কুমার গুপ্ত কে যার বাড়ি উত্তর প্রদেশ। গাড়ির নম্বর হলো UP 21 BN 9649 গাড়ি এবং শুকনো গাজাকে আটক করে তেলিয়ামুড়া থানায় নিয়ে আসা হয়।
0 মন্তব্যসমূহ