দশ ঘণ্টার ব্যবধানে হীরা রাজ্যের তেলিয়ামুড়ায় ফের উদ্ধার মাদকদ্রব্য গাজা-Sabuj Tripura


 সবুজ ত্রিপুরা 

১৫ ফেব্রুয়ারি
মঙ্গলবার
তেলিয়ামুড়া প্রতিনিধিঃ দশ ঘণ্টার ব্যবধানে হীরা রাজ্যের তেলিয়ামুড়ায় ফের উদ্ধার মাদকদ্রব্য গাজা। হঠাৎ করে তেলিয়ামুড়া থানার পুলিশ জেগে উঠলেন। 

বসে গেলেন ভেহিকেল চেকিং চেকিং করতে তেলিয়ামুড়া হাওয়াই বাড়ির ড্রপগেট এলাকায় জাতীয় সড়কে। চেকিংয়ে বসেই আগরতলা থেকে বহি রাজ্যের  কন্টেইনার গাড়িকে চেকিং করার সময় গাড়ির চালকের কথাবর্তায় অসংলগ্নতা দেখা দিলে জোর তল্লাশি চালায় তেলিয়ামুড়া থানার পুলিশ। তবে গতকাল ভেহিকেল চেকিং এ নেতৃত্ব দেন 

তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনাচরণ জমাতিয়া। তল্লাশির সময় গাড়িতে আবর্জনা থাকায় আরো বেশি সন্দেহ হয় সেই আবর্জনা থেকেই ৭৬ প্যাকেট গাজা অর্থাৎ  ৭১২ কেজি শুধু গাঁজা উদ্ধার হয়। যার বাজার মূল্য আনুমানিক ৪০ লক্ষ্য টাকা হবে বলে জানায় মহকুমা পুলিশ 
আধিকারিক সোনা চরণ জমাতিয়া। আটক করা হয় গাড়ির চালক আওযেশ কুমার গুপ্ত কে যার বাড়ি উত্তর প্রদেশ। গাড়ির নম্বর হলো UP 21 BN 9649  গাড়ি এবং শুকনো গাজাকে আটক করে তেলিয়ামুড়া থানায় নিয়ে আসা হয়।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu