চুড়াইবাড়ি পুলিশের তিনটি সফল পৃথক পৃথক অভিযানে ব্যাপক সফলতা পুলিশের-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা 

১৬ ফেব্রুয়ারি
বুধবার
কদমতলা প্রতিনিধিঃ গত চব্বিশ ঘন্টায় অসম চুড়াইবাড়ি পুলিশের তিনটি সফল পৃথক পৃথক অভিযানে ব্যাপক সফলতা পুলিশের। 

প্রথম অভিযানে রাত প্রায় বারোটা নাগাদ জব্দ চার হাজার এসকপ কফ সিরাপ যার বাজারমূল্য কুড়ি লক্ষ টাকা। দ্বিতীয় অভিযান ভোর তিনটে নাগাদ জব্দ তিন হাজার নিষিদ্ধ ফেন্সিডিল যার বাজারমূল্য পনেরো লক্ষ টাকা। একই দিনে তৃতীয় অভিযানটি সংঘটিত হয় মঙ্গলবার বিকেল চারটে নাগাদ। সোমবার গভীর রাতে ও মঙ্গলবার পৃথক পৃথক তল্লাশিতে উদ্ধার করা হয় এই নেশা সামগ্রী গুলো। জানা গেছে সোমবার গভীর রাতে গুয়াহাটি থেকে আগরতলা গামী খুচরো পণ্য সামগ্রী বোঝাই একটি NL01Q-4178  নম্বরের কন্টেইনার গাড়ি অসম চুড়াইবাড়ি ওয়াচ পোস্টের নাকা পয়েন্টে আসে তখন চুড়াইবাড়ি ফাড়ি ইনচার্জ নিরঞ্জন দাস , 

পুলিশকর্মী আর কে বিক্রম সিংহ ও   রাজীব সিনহা গাড়িটিকে আটক করে তল্লাশি করতেই গাড়ি থেকে চার হাজার বোতল ফেন্সিডিল বেরিয়ে আসে। সঙ্গে সঙ্গে চালক শ্রীমন্ত বরুয়াকে আটক করা হয়। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারো AS01NC-3916 নম্বরের অপর আরেকটি কন্টেইনার গাড়িকে তল্লাশি করেও একইভাবে তিন হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। সঙ্গে চালক লরিক রামকে আটক করা হয়েছে।গাড়ি দুটিই রাজধানী আগরতলার উদ্দেশে যাওয়ার জন্য আসছিলো। দুটি গাড়ি থেকে মোট সাত হাজার বোতল ফেন্সিডিল জব্দ করা হয়েছে যার বাজারমূল্য প্রায় ৩৫ লক্ষ টাকা। এনডিপিএস আইনে মামলা নিয়ে দুজন চালককে করিমগঞ্জ সিজিএম আদালতে সোপর্দ করা হবে বুধবার ।
এদিকে তৃতীয় অভিযানে  মঙ্গলবার বিকেলে চুড়াইবাড়ি ফাড়ি পুলিশের অভিযানে UP 25 DT 9293 নম্বরের একটি ছয় চাকার টেন্সফরমার সহ অন্যান্য সামগ্রী বোঝাই গাড়িতে অভিযান চালানো হয় ফাড়ি ইনচার্জ নিরঞ্জন দাসের নেতৃত্বে পুলিশ কর্মী  সালাউর রহমান চৌধুরী, লোহিত বরন চন্দ ও আর কে বিক্রম সিংহ সহ অন্যান্যরা তল্লাসি চালিয়ে এই গাড়ি থেকে প্রায় ৯৫০০ বোতল নিষিদ্ধ ফেন্সিডিল জব্দ করে যার বাজারমূল্য প্রায় পঞ্চাশ লক্ষ টাকা।আটক করা হয়েছে গাড়ির চালক অর্জুন কুমার সাহানি ও সহ চালক সঞ্জয় চৌধুরী। সর্বমোট ৮৫ লক্ষ টাকার নেশাজাতীয় সামগ্রী জব্দ করে ব্যাপক সফলতা পেলো পুলিশ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu