বক্সনগর বিদ‍্যুৎ অফিসে নিশিকুটুম্বদের হানা-Sabuj Tripura

 

 সবুজ ত্রিপুরা 

১৫ ফেব্রুয়ারি
মঙ্গলবার
বক্সনগর প্রতিনিধিঃ বক্সনগর ইলেকট্রিক অফিসে নিশিকুটুম্বের দল হানা দিয়ে নিয়ে যায় বেশ কিছু বৈদ্যুতিক যন্ত্রপাতি সহ বিভিন্ন সামগ্রী। ঘটনা শনিবার গভীর রাতে। জানা গেছে, রবিবার সকালে অন্যান্য দিনের মত অফিসের 

কর্মীরা অফিসে এসে দেখে অফিসের মেইন গেইট সহ ভিতরের দরজা ভাঙ্গা। বিষয়টি লক্ষ্য করে অফিস কর্মীরা তাদের উর্দ্ধতন কর্তৃপক্ষ তথা সিনিয়র ম্যানেজার এর নিকট বিষয়টি অবগত করলে তিনি বিষয়টি জানেন এবং স্থানীয় থানায় বিষয়টি সম্পর্কে অবগত করেন। এমনকি অফিস থেকে দুজন কর্মচারী কলমচৌড়া থানায় গিয়ে বিষয়টি সম্পর্কে অবগত করেন। পরবর্তী সময়ে দীর্ঘ প্রায় দুই ঘণ্টা পর থানার এস আই সুমন সরকার ঘটনাস্থলে গিয়ে ঘটনাটি প্রত্যক্ষ করেন এবং উপস্থিত বিদ্যুৎ দপ্তরের কর্মীদের উপস্থিতিতে গেটের তালা খুলে ভেতরে আসবাবপত্র প্রাথমিক ভাবে খতিয়ে দেখেন। 

তবে ঠিক কি কি চুরি হয়েছে বা তার পরিমান কেমন সেই বিষয়ে অফিসের বর্তমান কর্মচারীরা অনুমান করতে পারেননি। পরবর্তী সময়ে দপ্তরের কর্তৃপক্ষের হস্তক্ষেপে হয়তো চুরির পরিমাণ কেমন তা পরিষ্কার হয়ে যাবে।তবে, প্রশ্ন উঠেছে কলমচৌড়া থানার দায়িত্ব ও ভূমিকা নিয়ে। দেখা গেছে দীর্ঘ প্রায় দুই ঘন্টারও বেশী সময় ধরে চুরি যাওয়া বিদ্যুৎ অফিসের সামনে সাংবাদিকসহ দফতরের কর্মীরা উপস্থিত হয়ে থাকলেও কোন খবর ছিল না থানা প্রশাসনের। যদিও দুটি স্থানের দূরত্ব সর্বোচ্চ এক কিলোমিটার। পরবর্তীতে বাধ্য হয়ে অফিসের কর্মচারী নিরন্জন সূত্রধর কলমচৌড়া থানার বড়বাবু বিষ্ণুপদ ভৌমিক কে ফোন করে ঘটনাস্থলে আসতে বললে তিনি অনেকটাই তেলে বেগুনে জ্বলে ওঠেন। বড়বাবু বলেন, ঘটনাস্থলে যাওয়া তার কাজ নয়। তিনি বিদ্যুৎ কর্মীকে এক প্রকার শাসিয়ে বলেন থানার বড়বাবুকে ফোন করেন চুরি হওয়া ঘটনাস্থলে আসার জন্য,সেই বিষয়ে তার সাহস হলো কি করে 
থানার বড়বাবু ধমকির সুরে বলেন, নিরঞ্জন বাবু সম্পর্কে তিনি সিনিয়র ম‍্যানেজারের নিকট অভিযোগ করবেন। কেননা তিনি থানার বড়বাবু কে চুরি হয়ে যাওয়া ঘটনাস্থলে আসার জন্য কেমন করে বলতে পারেন? সেই বিষয়ে তিনি যেন যথেষ্ট গুস্সা হয়েছেন। বিদ‍্যুৎ অফিসে চুরি যাওয়ার ঘটনাস্থলে থানা প্রশাসনের বিলম্বের কারণে বড়বাবুকে ফোনে বলাটা যেন বিদ্যুৎ কর্মচারীর নেহাত অন্যায় হয়েছে। বড়বাবু সেই বিদ্যুৎ কর্মচারীকে আরও জিজ্ঞাসা করেন,তার বাড়ি কোথায়? উত্তরে; নিরঞ্জন বাবু বলেছেন তার বাড়ি বক্সনগরে। ফলে বড়বাবু সেই প্রসঙ্গে টিটকিরির ছলে বলেন, ট্রান্সফার হয়নি তো। এই কারণেই এমন অবস্থা। বড়বাবুর এমন ফোনালাপে একপ্রকার ক্ষুব্ধ হয়েছেন বিদ্যুৎ কর্মীরা। থানার বড়বাবুর এমন বাক‍্যালাপের তীব্র নিন্দা করেন বিদ‍্যৎ কর্মীরা সহ উপস্থিত সাংবাদিকরা। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu