সবুজ ত্রিপুরা
২১ জানুয়ারি
শুক্রবার
তেলিয়ামুড়া প্রতিনিধিঃ দিন কিংবা রাত অবাধেই ঘন বনাঞ্চলের বহুমূল্যবান গাছগুলি কেটে চেরাই করে বনদস্যুরা বাইসাইকেল যোগে এক প্রকার হোম ডেলিভারির মাধ্যমে বাণিজ্য চালিয়ে যাচ্ছে দীর্ঘ বছরের পর বছর ধরে। এমনই ঘটনা পরিলক্ষিত হচ্ছে তেলিয়ামুড়া বন আধিকারিকের অধীন বিভিন্ন এলাকায়।
ঘটনার বিবরণে জানা যায়, তেলিয়ামুড়া মহাকুমার বিস্তীর্ণ বনভূমির মূল্যবান গাছপালা বনদস্যুদের দ্বারা উধাও হয়ে যাচ্ছে পাচার বাণিজ্যের মাধ্যমে। যা তেলিয়ামুড়া মহাকুমা বন আধিকারিকের অজানার কথা নয়। যদিও বনকর্মীরা মাঝে মধ্যে বনদস্যুদের বিরুদ্ধে অভিযান চালিয়ে কোনো কোনো সময় দু-একটা কাঠ বোঝাই বাইসাইকেল ধরে সাফল্য কুড়িয়ে এনেছে।
কিন্তু ঐ সব বনকর্মীরা বনদস্যুদের বিরুদ্ধে অভিযান চালায় লোক দেখানো ভাবে, বনকর্মীরা তাদের বিরুদ্ধে কোনো করার দাওয়া্ই প্রয়োগ করে না। এমনকি বাইসাইকেল যোগে কাঠ হোম ডেলিভারি দেওয়া, ডেলিভারি বয়দেরকেও বনদপ্তর ধরতে সম্পূর্ণ ব্যর্থ। যার ফলে চোরাই কাঠ পাচার বাণিজ্য চলছে রমরমিয়ে । অন্যদিকে কাঠ মাফিয়ারা সকাল কিংবা সন্ধ্যা অথবা রাত্রি সময়ের কোনো বালাই নেই, বাইসাইকেল যুগে চোরাই কাঠ হোম ডেলিভারি দিচ্ছে নির্দ্বিধায়।
এটাও বনকর্মীদের অজানার কথা নয়। এরপরেও বনকর্মীরা কোনো এক অজ্ঞাত কারণে অবৈধ চুরাই কাঠ হোম ডেলিভারি দেওয়া পাচারকারীদের বিরুদ্ধে শক্তপোক্ত অভিযান চালায় না বলে অভিযোগ। ফলে অবৈধ কাঠ মাফিয়ারা অবাধে তাদের কাঠ হোম ডেলিভারি বাণিজ্য চালিয়ে যাচ্ছে তেলিয়ামুড়া মহকুমা জুড়ে।
0 মন্তব্যসমূহ