সঠিক সংবাদ পরিবেশন করে হুমকির মুখে এক সাংবাদিক-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা 
২৮ ডিসেম্বর

মঙ্গলবার

কদমতলা প্রতিনিধিঃ অকথ্য ভাষায় গালাগাল দিতেও পিছপা হননি এক  বিজেপির নারী নেত্রী। ঘটনার বিবরনে প্রকাশ, চলতি মাসের  ১৭ ই ডিসেম্বর  কাঠালতলী ওয়াচ 

পোস্টের অধীন বালুরবন্ধ ১০ নম্বর ভাগে একটি পথ দুর্ঘটনা ঘটেছিল। সেই দুর্ঘটনার সঠিক তথ্য নিয়ে সংবাদ আকারে প্রকাশ করার জন্য সাংবাদিক ভানুময় চন্দ,রাজকুমার দাস সহ অন্যান্যরা সেখানে উপস্থিত হন। তারপর সম্পূর্ণ ঘটনা ও মামলা নম্বর সহ সঠিক সংবাদটি প্রকাশিত হওয়ার পরই সন্ধ্যা ৭টা ২০ মিনিট নাগাদ দুর্ঘটনাকারীর মা অর্থাৎ 

এলাকার বিজেপি নারীনেত্রী বলে পরিচিত শিপ্রা কৈরী ফোনের মাধ্যমে সাংবাদিক ভানুময় চন্দকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এমনকি ওনার বিরুদ্ধে মামলা করবেন বলে সুর চড়ান। তাছাড়া এই সংবাদটি পরিবেশন কেন 
করেছেন বলে রীতিমতো জবাবদিহি করেন সাংবাদিককে। অর্থাৎ সঠিক সংবাদ পরিবেশিত হওয়ায় নিজের গাত্রদাহ হয়েছে আর এতেই একেবারে তেলে বেগুনে জ্বলে উঠেন ওই নারী নেত্রী শিপ্রা কৈরী। এলাকাতে কান পাতলেই শোনা যায় এই নেত্রীর বিভিন্ন দুর্নীতির কাহিনী। এলাকার মানুষ ওনার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করেন। কখনো বা অন্য অপরাধীকে বাঁচাতে কোমর বেঁধে ময়দানে নামেন, কখনো আবার সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেন বিনা কারনে। এইভাবে বিভিন্ন অসামাজিক কাজে যুক্ত থাকা শিপ্রা কৈরী একজন সাংবাদিককে অকথ্য ভাষায় গালিগালাজ করে নিজেকে একজন বড় মাপের নেত্রী হিসেবে জাহির করতে চাইছেন না তো  । তবে এই বিষয়ে শিপ্রা কৈরীর বিরুদ্ধে বাজারীছড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে সংবাদকর্মীদের পক্ষ থেকে ।যার নম্বর ২৭৩/২১ ও ভারতীয় দণ্ডবিধির ২৯৪/৫০৭ ধারায়।এখন দেখার বিষয় অন্যান্য ঘটনার মতো এই ঘটনায়ও কি পার পেয়ে যাবেন মহান নেত্রী শিপ্রা কৈরী ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu