শান্তি মহাযজ্ঞে অংশ নিলেন মুখ্যমন্ত্রী-Sabuj Tripura
সবুজ ত্রিপুরা
১৩ ডিসেম্বর
সোমবার
নিজেস্ব প্রতিনিধিঃ গতকাল দক্ষিণ ত্রিপুরা জেলার সাকমের দৈত্যেশ্বরী কালী বাড়ি মন্দিরে শাস্তি মহাযজ্ঞে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
এরপর দৈত্যেশ্বরী কালী মায়ের দর্শন ও প্রার্থনা করেন। এদিনের কর্মসূচিতে বিভিন্ন প্রান্ত থেকে সাধু সন্ত ও ব্রন্মমচারীরা উপস্থিত হন।
তীদের সাথে কথা বলেন মুখ্যমন্ত্রী। এরপর এখানে উপস্থিত সাধু, সন্ত ও বক্মমচারীদের মধ্যে শ্রীমত্তগবদ গীতা বিতরণ করেন।
এদিনের শান্তি মহাযজ্ঞে মুখ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন বিধায়ক শংকর রায়, বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক প্রমুখ।
0 মন্তব্যসমূহ