পাশাপাশি বন বিভাগের পক্ষে প্রায় চার শতাধিক ফিশারীর বাঁধও কেটে জল বের করে দেওয়া হয়েছে।বন বিভাগের এহেন অভিযানকে শুরু থেকেই সাধুবাদ জানিয়ে আসছেন এলাকার পরিবেশ প্রেমীরা।এদিকে শনি রবি ও সোমবার তিন দিনের উচ্ছেদ অভিযানে প্রায় ছাব্বিশ হেক্টর বনভূমি বেদখল মুক্ত করতে সক্ষম হয়েছে লোয়াইরপোয়া বন বিভাগ।উক্ত উচ্ছেদ অভিযান প্রসঙ্গে স্থানীয় রেঞ্জকর্তা গৌতম টিমুং জানান ডিএফওর নির্দেশে কয়দিন পর পর দলবল নিয়ে এলাকার বিভিন্ন সংরক্ষিত বনাঞ্চলের অবৈধ দখলদারদের বিরুদ্ধে তাদের রুটিন মাফিক উচ্ছেদ অভিযান চলছে।
প্রতিটি অভিযানে ফরেষ্ট প্রটেকশন টিম সহ আধা সামরিক বাহিনী ও বন কর্মীদের কাজে লাগানো হচ্ছে।গত তিন দিনে স্থানীয় বাদশাহি রিজার্ভের শ্রীদুম জারুলদুম ছাগলমোয়া বৈছা ও বড়থল এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়ে ছয়টি অবৈধ মাছ চাষের ফিশারির বাঁধ কেটে জল বের করে প্রায় চব্বিশ হেক্টর বনভূমি ও লাগোয়া দুটি অবৈধ সুপারি বাগান কেটে প্রায় দুই হেক্টর বনভূমি জবরদখল মুক্ত হয়।রেঞ্জকর্তার কথায় যতদিন পর্যন্ত সংরক্ষিত বনাঞ্চলের পুরো সরকারি জমি বেদখল মুক্ত হবে না ততদিন পর্যন্ত তাদের রুটিন মাফিক উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।
0 মন্তব্যসমূহ