লোয়াইর‌পোয়া বন বিভা‌গের উ‌চ্ছেদ অ‌ভিযা‌নে ফের বেদখল মুক্ত ছা‌ব্বিশ হেক্টর বনভূ‌মি খুশি পরিবেশ প্রেমীরা-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা 
২১ ডিসেম্বর
মঙ্গলবার

কদমতলা প্রতিনিধিঃ মহামান্য আদালতের নির্দেশে ও রাজ্য সরকারের তৎপরতায় রাজ্যের স্থানে স্থানে সংরক্ষিত বনাঞ্চলে রু‌টিন মা‌ফিক উচ্ছেদ অভিযান অব্যাহত রে‌খে‌ছে বন বিভাগ।এতে সাফল্যও আসছে।

এর থেকে পিছিয়ে নেই করিমগঞ্জ জেলা বন বিভাগও।ডিএফও বি বসন্তনের কড়া মনোভাবে জেলার প্রতিটি ফরেষ্ট রেঞ্জ এলাকায় রুটিন মাফিক উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে।ফ‌লে গত কয়মা‌সে পাথারকা‌ন্দি দোহা‌লিয়া চেরা‌গি ও লোয়াইর‌পোয়া ফ‌রেষ্ট রে‌ঞ্জের বন কর্মী‌রা গু‌ড়ি‌য়ে দি‌য়ে‌ছে অসংখ‌্য সুপা‌রি ও রাবার বাগান।

              হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

পাশাপা‌শি বন বিভা‌গের প‌ক্ষে প্রায় চার শতা‌ধিক ফিশারীর বাঁধও কে‌টে জল বের ক‌রে দেওয়া হ‌য়ে‌ছে।বন বিভা‌গের এ‌হেন অ‌ভিযান‌কে শুরু থে‌কেই সাধুবাদ জা‌নি‌য়ে আস‌ছেন এলাকার প‌রি‌বেশ প্রেমীরা।এদি‌কে শ‌নি র‌বি ও সোমবা‌র তিন দি‌নের উ‌চ্ছেদ অ‌ভিযা‌নে প্রায় ছা‌ব্বিশ হেক্টর বনভূ‌মি বেদখল মুক্ত কর‌তে সক্ষম হ‌য়ে‌ছে লোয়াইর‌পোয়া বন বিভাগ।উক্ত উ‌চ্ছেদ অ‌ভিযান প্রস‌ঙ্গে স্থানীয় রেঞ্জকর্তা গৌতম টিমুং জানান ডিএফওর নি‌র্দেশে কয়‌দিন পর পর দলবল নি‌য়ে এলাকার বি‌ভিন্ন সংর‌ক্ষিত বনাঞ্চ‌লের অ‌বৈধ দখলদার‌দের বিরু‌দ্ধে তা‌দের রু‌টিন মা‌ফিক উ‌চ্ছেদ অ‌ভিযান চল‌ছে।
প্রতি‌টি অ‌ভিযা‌নে ফ‌রেষ্ট প্রটেকশন টিম সহ আধা সাম‌রিক বা‌হিনী ও বন কর্মী‌দের কা‌জে লাগা‌নো হ‌চ্ছে।গত তিন দি‌নে স্থানীয় বাদশা‌হি রিজা‌র্ভের শ্রীদুম জারুলদুম ছাগল‌মোয়া বৈছা ও বড়থল এলাকায় উ‌চ্ছেদ অ‌ভিযান চা‌লি‌য়ে ছয়‌টি অ‌বৈধ মাছ চা‌ষের ফিশা‌রির বাঁধ কে‌টে জল বের ক‌রে প্রায় চ‌ব্বিশ হেক্টর বনভূ‌মি ও লা‌গোয়া দু‌টি অ‌বৈধ সুপা‌রি বাগান কে‌টে প্রায় দুই হেক্টর বনভূ‌মি জবরদখল মুক্ত হয়।রেঞ্জকর্তার কথায় যতদিন পর্যন্ত সংরক্ষিত বনাঞ্চলের পুরো সরকারি জমি বেদখল মুক্ত হবে না ততদিন পর্যন্ত তাদের রুটিন মাফিক উচ্ছেদ অভিযান অব্যাহত থাক‌বে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu