মুখ্যমন্ত্রী স্বনির্ভর পরিবার যোজনা সাতচাদ ব্লকে মৎস্যচাষে সহায়তা-Sabuj Tripura
সবুজ ত্রিপুরা ২০ নভেম্বর
শনিবার
নিজেস্ব প্রতিনিধিঃ মুখ্যমন্ত্রী স্বনির্ভর পরিবার যোজনায় আজ এক অনুষ্ঠানে সাতচাদ ব্লকের ৪০ জনকে মৎস্যচাষে সহায়তা দেওয়া হয়েছে।
এই যোজনায় ব্লকের ব্রজেন্দ্রনগর, বটতলা, দৌলবাড়ি ও দমদমা পঞ্চায়েতের ১০টি করে পরিবার উপকৃত হয়েছেন। প্রত্যেক সুবিধাভোগী পরিবারকে ৫০০টি করে মিশ্র মাছের
পোনা দেওয়া হয়। সাতচাদ মৎস্য তন্ত্রাবধায়কের কার্যালয় থেকে এই সংবাদ জানানো হয়েছে।
0 মন্তব্যসমূহ