মুখ্যমন্ত্রী স্বনির্ভর পরিবার যোজনা সাতচাদ ব্লকে মৎস্যচাষে সহায়তা-Sabuj Tripura


  সবুজ ত্রিপুরা 

২০ নভেম্বর
শনিবার

নিজেস্ব প্রতিনিধিঃ মুখ্যমন্ত্রী স্বনির্ভর পরিবার যোজনায় আজ এক অনুষ্ঠানে সাতচাদ ব্লকের ৪০ জনকে মৎস্যচাষে সহায়তা দেওয়া হয়েছে। 

এই যোজনায় ব্লকের ব্রজেন্দ্রনগর, বটতলা, দৌলবাড়ি ও দমদমা পঞ্চায়েতের ১০টি করে পরিবার উপকৃত হয়েছেন। প্রত্যেক সুবিধাভোগী পরিবারকে ৫০০টি করে মিশ্র মাছের 

                     হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন 

পোনা দেওয়া হয়। সাতচাদ মৎস্য তন্ত্রাবধায়কের কার্যালয় থেকে এই সংবাদ জানানো হয়েছে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu