বন্য হাতির তান্ডবে ক্ষতির শিকার ৪-৫ টি কৃষক পরিবার - Sabuj Tripura News

সবুজ ত্রিপুরা
১১ সেপ্টেম্বর ২০২০
শুক্রবার 

তেলিয়ামুড়া প্রতিনিধিঃ বন্য হাতির উপদ্রব কোনোভাবেই থামছেনা তেলিয়ামুড়া মহকুমার সমতল থেকে পাহাড়ে জনপদ গুলিতে। প্রতিদিনই কোনো না কোনো জঙ্গল লাগোয়া গ্রামগুলিতে বন্যহাতির তাণ্ডব চলছে প্রতিনিয়ত।এমনই এক ঘটনা ঘটল শুক্রবার ভোর রাতে। 



মুঙ্গিয়াকামি ব্লকের অন্তর্গত শ্রীরামখরা এডিসি ভিলেজের তাই অংকুর এলাকার চেলা কাহাম পাড়ায়। বর্তমানে ঐ এলাকার কৃষক পরিবারগুলির আমন ধান ঘরে তোলার সময় হয়েছে। 


এরই মধ্যে প্রতিদিন বন্য হাতির দল তান্ডব চালাচ্ছে এই এলাকাগুলিতে। শুক্রবার ভোর রাতেও বন্যহাতির দল তাণ্ডব চালিয়ে প্রায় ১০ কানির উপর আমন ধানের ক্ষেত নষ্ট করে দেয়। এতে প্রায় ৪-৫ টি পরিবার  ক্ষতির শিকার হন  এবং  এই মরশুমে আমন ধান  ঘরে তুলতে পারবে না। 


ফলে খাদ্য সংকট দেখা দিতে পারে সেই পরিবার গুলোতে। এমনটাই জানান এলাকার কৃষক পরিবারগুলি।এ ব্যাপারে বনদপ্তরকে বারবার ফোন করা হলেও সঠিক সময়ে বনদপ্তর এর কর্মীরা এলাকায় না পৌঁছায় এক প্রকার ক্ষোভে ফুঁসছে এলাকার জনগণ।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu