এনসি দেববর্মার উপস্থিতিতে ১২০ জন ভোটার বিভিন্ন দল ছেড়ে আইপিএফটিতে যোগদান - Sabuj Tripura News
সবুজ ত্রিপুরা
০৭ সেপ্টেম্বর ২০২০
সোমবার
তেলিয়ামুড়া প্রতিনিধিঃ আসছে এডিসি নির্বাচন চলছে দলবদলের হিড়িক।প্রত্যন্ত অঞ্চলে প্রতিদিনই একদল ছেড়ে অন্য দলে যোগদানের পালাবদল চলছে। কেউ বিজেপি ছেড়ে আইপিএফটিতে এবং কেউ আইপিএফটি ছেড়ে বিজেপিতে আঠারোমুড়া পাহাড়ের বিভিন্ন এলাকাতে প্রায় প্রতিদিনই চলছে দলবদল এর হিড়িক।
আজ রাজস্ব মন্ত্রী এনসি দেববর্মার উপস্থিতিতে কাঁকড়া ছড়া এডিসি ভিলেজের হাজরা পাড়াতে ৪৭ পরিবারের ১২০ জন ভোটার বিভিন্ন দল ছেড়ে আইপিএফটি তে যোগদান করেন।
নেতৃত্বরা দলীয় পতাকা দিয়ে দলত্যাগীদের নিজ দলে বরণ করে নেন। আজকের এ যোগদান সভায় উপস্থিত ছিলেন রাজ্যের রাজস্ব মন্ত্রী তথা আইপিএফটি সুপ্রিমো এনসি দেববর্মা সহ কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য বুদ্ধ দেববর্মা সহ অন্যান্য নেতৃত্বরা।
কোন মন্তব্য নেই