বক্সনগর প্রতিনিধিঃ এই করোন মহামারিতে ছাত্র ছাএী দের মনোবল বাড়াতে বক্সনগর বিধানসভা কেন্দ্রের ৫১ নাম্বার বুথের যুব মোর্চার উদ্যোগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ কৃতী ছাত্র-ছাত্রীদের নিয়ে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় দুর্গাপুর কমিউনিটি হলে। এই দিন মোট ৫৭ জন ছাত্র ছাত্রীকে সংবর্ধনা প্রদান করা হয়।
এরমধ্যে মাধ্যমিক উত্তীর্ণ ছাত্র-ছাত্রী সংখ্যা ছিল ৩৬ জন ও উচ্চমাধ্যমিক ছাত্র-ছাত্রী সংখ্যা ছিল ২১জন। ঐদিন অনুষ্ঠানের শুরুতেই প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ত্রিপুরা ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান বাহারুল ইসলাম পরে অতিথিদেরকে বরণ করে নেওয়া হয়।
তাছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনামুড়া মহকুমার শাসক সুব্রত মজুমদার মন্ডল সভাপতি সহ অন্যান্যরা। বক্তব্য রাখতে গিয়ে ছাত্র ছাত্রীর উদ্দেশ্যে বাহারুল ইসলাম বলেন সোনামুড়া মহাকুমা থেকে আগামী দিন যেন আরো ভালো রেজাল্ট করে দেখাতে পারে
এবং রাজ্যের মধ্যে নজরকাড়া সাফল্য অর্জন যেন করতে পারে সেই ভাবে পড়াশোনা করার পরামর্শ দেন। তিনি ছাত্র ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
0 মন্তব্যসমূহ