মুসাম্বি চাষ করে স্বাবলম্বী হছে বেকার যুবকরা - Sabuj Tripura News

সবুজ ত্রিপুরা
২২ জুন, ২০২০
সোম
বার

তেলিয়ামুড়া প্রতিনিধিঃ বিভিন্ন ধরনের ফলের চাষ করে স্বাবলম্বী হওয়া যায়। আর এই চাষাবাদের মাধ্যমে বেকার যুবকরা স্বাবলম্বী হয়ে উঠতে পারবে সরকারি উদ্যোগকে কাজে লাগিয়ে। এমনি নজির গড়তে চলেছে খোদ তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি ব্লকের অধীনে আঠারোমুড়া পাহাড়ের বিভিন্ন এলাকায় বসবাসকারী উপজাতি অংশের যুবকরা। মুঙ্গিয়াকামী ব্লকের অধীনে বিলাই হাম পাড়া তুইকর্মা, কাঁকড়াছড়া সহ আঠারোমুড়া পাহাড়ের টিলা ভূমিকে কাজে লাগিয়ে এবার মুসাম্বি ফলের চাষ করছে উপজাতি যুবকেরা।


অন্যদিকে অনেক উপজাতী অংশের যুবকেরা মোসাম্বি ফল তেলিয়ামুড়া বাজার এবং স্থানীয় বাজারগুলোতে এনে বিক্রি করে লাভের মুখ দেখছেন। তুইকর্মা এলাকায় কয়েকজন বেনিফিসারী মুসাম্বি চারা রোপন করছেন। আগামী দু-তিন বছর পর থেকে ১৯ হেক্টর টিলাভূমিতে লাগানো মুসাম্বির ফলের গাছ গুলো পরিপক্ক হয়ে মুসাম্বি ধরা শুরু হবে। এই মোসাম্বির চারা গাছ গুলো নিত্যদিন পরিদর্শনে যান এগ্রি এসিস্ট্যান্ট মিঠুন সরকার। অপরদিকে ০.৫ হেক্টর জায়গায় মুসাম্বির গাছ লাগিয়ে সূর্য মোহন দেববর্মা রীতিমতো মুসাম্বি বাজারে এনে বিক্রি ও করছেন। তবে সরকারি চাকুরি ছাড়া যে স্বাবলম্বী হওয়া যায় তার এক বাস্তব জল জ্যান্ত ছবি উঠে এলো তেলিয়ামুড়া প্রতিনিধির ক্যামেরায়।




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu