সবুজ ত্রিপুরা
২৪ জুন, ২০২০
বুধবার
তেলিয়ামুড়া প্রতিনিধিঃ ঘটনা তেলিয়ামুড়া থানাধীন গামাই বাড়ি এলাকায় মঙ্গলবার সন্ধ্যারাতে। ঘটনার বিবরণে জানা যায়, গামাইবারি এলাকার বাসিন্দা প্রিয়তোষ মৈশান নিজ কাকার শ্রাদ্ধের বাজার করার জন্য তেলিয়ামুড়া বাজারের দিকে আসছিল এমন সময় তিন দুষ্কৃতী প্রিয়তোষ কে রাস্তায় আটকে টাকা দেওয়ার জন্য দাবি করে।
কিন্তু টাকা দিতে অস্বীকার করায় প্রিয়তোষ কে বেধড়ক মারধর করে প্রিয়তোষ এর কাছে থাকা দশ হাজার পাঁচশত টাকা নিয়ে চম্পট দেয় তিন দুষ্কৃতী।পড়ে পথচলতি মানুষজন আহত যুবককে দেখে সঙ্গে সঙ্গে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে আসে।
এর পরই ফের দুষ্কৃতীরা আবার কালি টিলা গ্রামের বাসিন্দা বিভাস সাহা কে বেধড়ক মারধর করে বলে অভিযোগ।এ ব্যাপারে আহত প্রিয়তোষ মৈশান তিন দুষ্কৃতীর নাম ধাম দিয়ে তেলিয়ামুড়া থানায় মামলা করেন।
0 মন্তব্যসমূহ