কর্মচারী সংঘের উদ্যোগে আরোগ্য ছত্র নামে স্বাস্থ্য শিবিরের আয়োজন - Sabuj Tripura News

সবুজ ত্রিপুরা
২২ জুন, ২০২০
সোম
বার

তেলিয়ামুড়া প্রতিনিধিঃ তেলিয়ামুড়া সরকারি মহাবিদ্যালয়ের কর্মচারী সংঘের উদ্যোগে রবিবার এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির হল ঘরে। আরোগ্য ছত্র নামের এই স্বাস্থ্য শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তেলিয়ামুড়া বিধায়িকা তথা ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়,উপস্থিত ছিলেন  RRKM এর সর্বভারতীয় সদস্যা সুতপা কর, বিশিষ্ট চিকিৎসক ভুপেন রায় সহ সংগঠনের অন্যান্য নেতৃত্বরা।


উক্ত শিবিরে এলাকার মানুষের মধ্যে করুনা পরিস্থিতিতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য হোমিওপ্যাথি আর্সেনিক এলব ৩০ বিনামূল্যে বিতরণ করা হয়। এছাড়াও এই অনুষ্ঠানে সংবাদ সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদের মধ্যে মাক্স ও সেনিটাইজার প্রদান করা হয়।  


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu