অসুস্থ মহিলার চিকিৎসার দায়ভার গ্রহণের জন্য এগিয়ে এলেন শুভবুদ্ধি সম্পন্ন মানুষ - Sabuj Tripura News

 
সবুজ ত্রিপুরা
২৯ জুন, ২০২০
বৃহস্পতিবার

পানিসাগর প্রতিনিধিঃ করোনাতঙ্কের জেরে লকডাউন চলাকালীন সময়ে বিশেষ করে অসুস্থ রোগিদের উন্নত চিকিৎসার জন্য এিপুরা রাজ্যের বাহিরে যাতায়াত করা দুঃসাধ্য হয়ে উঠেছে।এমতাবস্থায় গরিব অংশের অসুস্থ অসহায়  এক পরিবারের করুন দুর্দশার চিএ পরিলক্ষিত হয়।দেখা যায় প্রায় দুমাস পূর্বে থেকে পানিসাগর বাজারের এক জন ব্যাবসায়ী মহিলা কৃষ্ণা দেব নাথ(পূর্ণিমা),স্বামী প্রদিপ দেব নাথ,বাড়ী পূর্ব রৌয়া এক নং ওয়ার্ডে, তিনি  অসুস্থ হয়ে বিছানায় শয্যাশায়ী হন
কিন্তু একদিকে আর্থিক অসচ্ছলতা, অপর দিকে লকডাউনের লাগু আইনি প্রক্রিয়ার দরুন অসুস্থ অবস্থায় গৃহবন্দী হয়ে রয়েছিলেন সেই অসহায় মহিলা।তবে আশ্চর্যের বিষয় হলো যে, উনার পাশে দাঁড়ানোর জন্য কোন সামাজীক সংস্থা থেকে শুরু করে কোন সংঘটন সাহায্যের হাত বারিয়ে দেননি।এমতাবস্থায় পানিসাগর স্থিত  কয়েক জন শুভবুদ্ধি সম্পন্ন সমাজসেবী সাহায্যের হাত বারিয়ে দেন।

এই মর্মে আজ সকালে নিজ গাড়ী করে সমাজসেবী বিশ্বজিৎ দেব, নির্মল মালাকার, অনুপ কুমার দে,চৈতন্য দাস সহ প্রমুখরা পানিসাগর  স্থিত ভাড়া বাড়ি থেকে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে চিকিৎসার দায় ভার নেন উক্ত অসহায় মহিলার।সেখানে কর্তব্যরত চিকিৎসক দের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় রক্তের যোগান করেন তারা। তার পর কয়েকটি পরিক্ষা নিরিক্ষা সেরে  প্রাথমিক ভাবে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

আরও জানা যায় যে প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য অসুস্থ মহিলাকে বহিরাজ্যে নিয়েগিয়ে চিকিৎসার দায় ভার গ্রহণ করবেন বলে জানান উক্ত সমাজসেবী গন।তাই শুভবুদ্ধি সম্পন্ন সমাজসেবী গনের এহেন কর্ম কান্ডে গোটা মহকুমা জোরে আনন্দের বাতাবরণ পরিলক্ষিত হচ্ছে। তাদের এই উদ্যোগ সাধারন মানুষের মধ্যে প্রশংসা অর্জন করে এবং তাদের এই ধরনের সমাজসেবা মুলক কাজ অন্যদেরকেও গরিব অংশের মানুষের পাশে দাঁড়ানোর উৎসাহ জোগাবে বলে সাধারন মানুষের অভিমত।  

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu