যুব মোর্চার উদ্যোগে কাঞ্চনপুর মহকুমায় মাক্স বিতরণ - Sabuj Tripura News
সবুজত্রিপুরা
২২ জুন, ২০২০
সোম
বার
বিশেষ প্রতিনিধিঃ উত্তর জেলার কাঞ্চনপুর মহকুমাধীন বিজেপি মন্ডল যুব মোর্চার পক্ষ থেকে স্থানীয় মহকুমা জুড়ে এবার লকডাউনের পর আনলক ওয়ানে মহকুমার বেশ কিছু স্থানে সামাজিক দূরত্ব সঠিক থাকছে না। তাই যুব মোর্চার পক্ষ থেকে মহকুমার মানুষ দেরকে সচেতন করতে মাক্স বিতরণের পাশাপাশি সরকারি নিয়ম বিদির কথা ও বুঝানো হচ্ছে বলে জানিয়েছেন
যুব মোর্চার ভারপ্রাপ্ত সভাপতি প্রদীপ পাল মহাশয এমনকি আজ যুব মোর্চার পক্ষ থেকে কলোনি গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল,কাঞ্চনপুর দ্বাদশ মান বিদ্যালয়, শান্তিপুর হাই স্কুল, শান্তিপুর, কাঞ্চনপুর বাজার, চালের গোডাউন, রেশন দোকান সহ বিভিন্ন স্থানে আজ যুব মোর্চার পক্ষ থেকে মাক্স বিতরণ করেন, পাশাপাশি মহকুমার জনগণকে সচেতন করেন।
কোন মন্তব্য নেই