সরকারি কর্মচারীদের অবহেলায় পোস্ট অফিস থেকে মুখ ফেরাচ্ছেন জনগন - Sabuj Tripura News
সবুজ ত্রিপুরা
১৮ জুন, ২০২০
বৃহস্পতিবার
ধর্মনগর প্রতিনিধিঃ ধর্মনগর হাফলংছড়া সাব-পোস্ট অফিসে অনিয়মের অভিযোগ।স্থানীয় দের অভিযোগ সরকারি নিয়ম অনুযায়ী রোজ সকাল ৯টা থেকে পোস্ট অফিস খোলার কথা থাকলেও অফিসের কর্তব্যরত কর্মচারীরা সময় মত অফিসে আসেন না।ফলে প্রায়শই স্থানীয় দের অপেক্ষা করতে হয়।এই অফিসের এক সাফাই কর্মী জানিয়েছেন,তিনি প্রতিদিন সকাল ৯টা১০ থেকে ৯টা ২০ এর মধ্যে অফিসে আসেন , কখনো সাড়ে ৯টা ও বেজে যায়।
আর অন্যন্য কর্মীরা অফিসে আসতে প্রায় ১০ টা বেজে যায়।যেখানে অফিসের মূল দায়িত্ব প্রাপ্ত সরকারি কর্মচারীরাই ১০ টায় আসেন সেখানে সাফাই কর্মীর সাড়ে ৯টায় আসাটাই স্বাভাবিক।
তবে এভাবেই যদি অনিয়ম চলতে থাকে তবে তো এই সরকারি পরিষেবা অর্থাৎ পোস্ট অফিস থেকে একদিন মুখ ফিরিয়ে নেবে সাধারন জনগন।স্থানীয় দের দাবি প্রতিদিন যেন নির্দিষ্ট সময় মেনেই ধর্মনগর হাফলংছড়া সাব-পোস্ট অফিসটির কাজ শুরু হয়।
কোন মন্তব্য নেই