রাজ্যে স্বাস্থ্যকর্মী কোরনায় আক্রান্ত - Sabuj Tripura News

সবুজ ত্রিপুরা
২২ জুন, ২০২০
সোম
বার

বক্সনগর  প্রথিনিধিঃ গোটা বিশ্বে করোনা আক্রান্ত যখন জর্জরিত তখন ত্রিপুরা রাজ্য ও বাদ পড়েনি বিশেষ করে বহি রাজ্য থেকে আসা লোকদের মধ্যে করুণা পজেটিভ লক্ষ্য করা যায়। বহিঃরাজ্য থেকে আসা লোকদের চিকিৎসা পরিষেবা করতে গিয়ে রাজ্যের বহু স্বাস্থ্য কর্মী ও আক্রান্ত হয়েছেন, এরমধ্যে সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের একজন স্বাস্থ্যকর্মী রয়েছেন। ঘটনার বিবরণে জানা যায় গত কয়েক মাস যাবত ত্রিপুরা রাজ্যের স্বাস্থ্যকর্মীরা নিজের জীবনকে ব্যতিরেকে করোনা সাথে ফাইট করে সাধারণ মানুষের সেবা করে যাচ্ছেন। 


তার ফলস্বরূপ বর্তমানে দেখা গেছে এই  স্বাস্থ্যকর্মীরা বিভিন্নভাবে কোরনায় আক্রান্ত হয়েছেন। রবিবার রাত্রে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ঘোষণা করেন যে গতকাল ১১৭৫ জনের কোরনা পরীক্ষা করে ৩৫ জনের করুণা পজিটিভ পাওয়া যায় এরই মধ্যে বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের ও একজন কর্মীর কোরনা পজিটিভ বলে জানান বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ ডক্টর দিপ্ত নিল নাথ। জানা যায় সেই স্বাস্থ্য কর্মীর বাড়ি কমলাসাগর এলাকায়, খবর পেয়ে স্বাস্থ্যকর্মীর আধিকারিকরা প্রথমে তাকে মধুপুর হাসপাতালে নিয়ে যায় পরে লালসিংমুড়া কোভিড সেন্টারে নিয়ে যাওয়া হয়, এই খবর পেয়ে এলাকাবাসীর মনে আতঙ্ক বিরাজ করছে।এদিকে সংবাদকর্মীরা বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে দেখতে পায় সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের সমস্ত কর্মীদের লালা পরীক্ষা করার জন্য নিয়ে যাওয়া হয় আগরতলায়, সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের ডঃ শুভ্রনীল জানান আতঙ্কের কিছু নয় সরকারি নির্দেশ মেনে সর্তকতা অবলম্বন করতে হবে, তাই এলাকার সাধারণ রোগীদের চিকিৎসা পরিষেবা বর্তমানে আপাতত বন্ধ বলে ঘোষণা করেন চিকিৎসকরা।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu