রেকর্ড ভেঙ্গে একদিনে আক্রান্ত প্রায় ৭০০০ - Sabuj Tripura News


সবুজ ত্রিপুরা
২৫ মে, ২০২০

বিশেষ প্রতিনিধি: সোমবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ি  গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা  ৬৯৭৭জন এবং মারা গেলেন ১৫৪জন। ফলে দেশে মোট করোনা–আক্রান্তের সংখ্যা বেড়ে হল প্রায় ১,৩৮,৮৪৫জন। একলাফে এতজন সংক্রমিত হওয়ায় বিশ্বে প্রথম ১০টি করোনা–আক্রান্ত দেশের মধ্যে ঢুকে পড়ল ভারত। এখন মোট সংক্রমিত ৭৭,১০৩জন। সুস্থ হয়ে গিয়েছেন ৫৭,৭২১জন। এপর্যন্ত মোট মৃতের সংখ্যা ৪০২১জন। 


শুধু মহারাষ্ট্রেই মোট সংক্রমিত ৫০,২৩১জন। দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। সেখানে মোট সংক্রমিত ১৬,২৭৭২জন। তৃতীয় স্থানে আছে গুজরাট। সেখানে মোট সংক্রমিত ১৪,০৫৬জন। দিল্লিতে মোট সংক্রমিত ১৩,৪১৮জন। 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu