এক বাজারে একসাথে ২৬০০ জন করোনায় আক্রান্ত


সবুজ ত্রিপুরা, বিশেষ প্রতিবেদন, ১8মে: তামিলনাড়ুর একটি পাইকারি বাজারের সকলের করোনার নমুনা পরীক্ষা করার পর একিসাথে ২৬০০ জনের রিপোর্ট পজিটিভ এসেছে।  আপাতত ওই বাজারকে করোনার হটস্পট ঘোষণা করা হয়েছে। কড়া প্রশাসনিক নিয়ন্ত্রণে রাখা হয়েছে গোটা এলাকাটি।
চেন্নাই শহরের অদূরে তামিলনাড়ুর বৃহত্তম পাইকারি সবজির বাজারের মধ্যে অন্যতম হলো এই কোয়ামবেদু। প্রতিদিন হাজার হাজার মানুষের ভিড় জমায় এই বাজারে। করোনা ভাইরাসের সংক্রমণ ছড়ানোর পর অন্যান্য এলাকার মতো এই বাজারেও জারি হয়েছিল সতর্কতা। সামাজিক দূরত্ব বজায় রেখে কেনাবেচা করার কথা বলেছিল প্রশাসন। কিন্তু সে সব উপেক্ষা করেই দিনের পর দিন চলেছে এই বাজার। ফলে সংক্রমণের সম্ভাবনা তীব্র হয়। তাই বাজারে আসা সমস্ত মানুষের করোনার পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই টেস্টের রিপোর্ট আসার পরেই মাথায় হাত পড়েছে প্রশাসনের। তার পরেই আসে এই রিপোর্ট। বাজারের ভিড় যে করোনা ভাইরাসের সংক্রমণ কতটা বিপজ্জনকভাবে ছড়াতে পারে, তার প্রমাণ মিলল তামিলনাড়ুতে এই বাজার থেকেই।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu