সবুজ ত্রিপুরা
১৮ মে ২০২০
চুরাইবাড়ি প্রতিনিধি: পাথারকান্দিতে রেলে কাটা পড়ে মর্মান্তিক মৃত্যু এক গ্যাস এজেন্সি কর্মির। মালবোঝাই এক ট্রেনের চাকায় কাটা পড়ে মৃত্যু হল ঐ ব্যাক্তির। হতভাগ্যের নাম ভানু দে। বাড়ি পাথারকান্দি থানাধীন মৈনা এলাকায়।
ঘটনাটি ঘটে গতকাল দুপুর আনুমানিক বারোটা নাগাদ পাথারকান্দি বিলবাড়ি এলাকায়। জানা গেছে পেশায় পাথারকান্দি গ্যাস এজেন্সির কর্মী ভানু বাবু কাজের উদ্দেশ্যে আজ গ্যাস এজেন্সিতে পৌছাতে কলকলিঘাট হয়ে রেললাইন দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এমন সময় শিলচর থেকে ত্রিপুরা অভিমুখী মালবোঝাই একটি ট্রেনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে উনার মৃত্যু হয়। পরে বারইগ্রাম রেল পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য করিমগঞ্জে পাঠিয়ে দেয়।
0 মন্তব্যসমূহ