পরিশ্রুত পানীয় জলের সঙ্কট তেলিয়ামুড়ার মুঙ্গিয়াকামিতে


সবুজ ত্রিপুরা,
১৯ মে, ২০২০

তেলিয়ামুড়া প্রতিনিধি : বিশ্বজুড়ে মহামারী করোনা ভাইরাসের সঙ্কটের মধ্যে পশ্চিম ত্রিপুরার তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি ব্লকাধীন বিভিন্ন গ্রামাঞ্চলে দেখা দিয়েছে জল সংকট। তাদের একমাত্র ভরসা মুঙ্গিয়াকামি রেলস্টেশনের যাত্রীদের জন্য পরিশ্রুত জল, যার জন্য ছোট-বড় সকলকে উঁচু-নিচু পাহাড়ী পথ বেয়ে মুঙ্গিয়াকামি রেলওয়ে স্টেশনে জল আনতে যেতে হয়।




এ ব্যাপারে জনৈক যুবককে প্রশ্ন করলে সে জানায়, ঐ সকল এলাকায় পরিশ্রুত পানীয় জলই নেই, তাই রেলস্টেশনের জলই প্রতিদিন তারা পানীয় হিসেবে ব্যবহার করেন। স্থানীয় ব্লক প্রশাসনের কাছে ব্লকাধীন গ্রামগুলিতে পরিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করার জন্য আবেদন জানানো হয়েছে। 


এদিকে, এলাকারই রেলওয়ে স্টেশন  কমপ্লেক্সে থাকা জনৈক মহিলা জানান, অনেকদিন ধরে তাদের কোয়ার্টারের পানীয় জলের ব্যবস্থাগুলি বিকল হয়ে রয়েছে। তাই উনারাও পানীয় জলের জন্য যাত্রী শেডের পানীয় জলের নির্ভরশীল হয়ে পড়েছেন। 



ছবি : সঞ্জিত দাস।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu