ভেন্ডির মূল্য এক টাকা, চাষীদের মাথায় হাত



সবুজ ত্রিপুরা
১৯ মে ২০২০

চুড়াইবাড়ি প্রতিনিধি: লক ডাউনের ফলে সঠিক মুল্য পাচ্ছেন না উত্তর জেলার কদমতলা ব্লকাধীন সরসপুরের ভেন্ডি চাষীরা। লক ডাউনের কারণে তাদের উৎপাদিত সামগ্রী বাজারে ও পার্শ্ববর্তী রাজ্য আসামে নিয়ে বিক্রি করতে না পারায় আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে স্থানীয় কৃষকদের।



১-২ টাকা বিক্রি হচ্ছে ভেন্ডি। সরসপুরের বিশাল এলাকা জুড়ে ভেন্ডির চাষ হয়। এবার ভালো ফলন হলেও লক ডাউনের মারে বিপাকে চাষীরা। কৃষকরা ন্যায্য দাম পাচ্ছে না এমন খবর পেয়ে কদমতলার সমবায় পরিদর্শক সহ ন্যাশনাল ফ্যাক্স কদমতলার চেয়ারম্যান এবং ম্যানেজারের একটি মিলিত দল এই কৃষিপ্রধান এলাকা সফর করে কৃষকদের কাছ থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন। এখানকার চাষীরা আসামের পাথারকান্দি,করিমগঞ্জ, বদরপুরের বাজারে তাদের ফসল তুলতেন। দাম ভালো পেতেন। কিন্তু এবার লক ডাউন চলায় তারা ফসল নিয়ে যেতে পারছেন না। 


এ বিষয়ে প্রশাসনিক আধিকারিকদের সাথে কথা বলা হয়েছে, শীঘ্রই সমস্যার সমাধান হয়ে যাবে বলে জানালেন কদমতলা সমবায় পরিদর্শক কাজল দত্ত। তবে কৃষকরা এই বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবী করছেন।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu