Ad Code

Responsive Advertisement

১২ বছর বয়সী নাবালিকার আত্মহত্যা, ঘটনায় এলাকায় শোকের ছায়া

সবুজ ত্রিপুরা, তেলিয়ামুড়া প্রতিনিধি, ১৩মে : রাজ্যে আত্মহত্যার ঘটনা যেন পিছু ছাড়ছে না । প্রতিদিনই কোথাও না কোথাও আত্মহত্যার খবর রয়েছেই শিরোনামে। ফের এক নাবালিকা ফাঁসি দিয়ে আত্মহত্যা করল । 


ঘটনা মুঙ্গিয়াকামী থানাধীন ৪১ মাইল এলাকায় আজ তথা বুধবার বিকাল প্রায় তিনটা নাগাদ । ঘটনার বিবরণে জানা যায়, মুঙ্গিয়াকামী থানাধীন ৪১ মাইল এলাকায় এক নাবালিকা কন্যা আজ অন্যান্য দিনের মতো জুম ক্ষেতে যায় দুপুর দেড়টা নাগাদ। কিন্তু কিছু মুহূর্তের পর সবার অলক্ষ্যে এই নাবালিকা কন্যাটি জুম ক্ষেতের অনতিদূরে একটি টংঘরে ফাঁসি দেয় । পরক্ষণে বিকালে জনজাতি কিছু সংখ্যক যুবক ঐ এলাকায় গিয়ে প্রত্যক্ষ করে একটি মৃতদেহ ঝুলছে টংঘরের মধ্যে। সাথে সাথেই যুবকরা মুঙ্গিয়াকামী থানায় খবর দেয় । খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের মর্গে এনে রাখে ময়না তদন্তের জন্য । এদিকে এই ১২ বছর বয়সী নাবালিকার আত্মহত্যার ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে ।একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্য

Close Menu