বেসরকারী বিদ্যালয়গুলোর ফি-তে ছাড় : শিক্ষামন্ত্রী


সবুজ ত্রিপুরা,
২২ মে, ২০২০

সংবাদমাধ্যম: রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী গতকাল সচিবালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে জানান যে, রাজ্যের বেসরকারি বিদ্যালয়গুলি যাতে এবছর কোনও ধরণের ফি বৃদ্ধি না করে এবং বিভিণ্ণ ক্ষেত্রে ফি ছাড় দেওয়া যায় কিনা তার জন্য রাজ্যের শিক্ষা দপ্তর বেসরকারি বিদ্যালয়গুলোর কর্তৃপক্ষদের সাথে আলোচনা করেছে। তাদের কাছে এই আহ্বান রাখা হয়েছে বিভিন্ন ক্ষেত্রে  ফি কম রাখার জন্য।




এই আহ্বানে সাড়া দিয়ে ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন বেসরকারি বিদ্যালয় কর্তৃপক্ষ তাদের গৃহীত ব্যবস্থাদি সম্পর্কে শিক্ষা দপ্তরকেঅবগত করেছে। সাংবাদিক সম্মেলনে সেই সব তথ্য সম্পর্কে বিস্তারিতভাবে সকলকে অবগত করে শিক্ষামন্ত্রী জানান যে, অনেক বেসরকারি বিদ্যালয়ই বিভিন্ন ক্ষেত্রে তাদের ফি কম করেছে। শিক্ষামন্ত্রী জানান যে, সারা রাজ্যে ৩৮৩টি বেসরকারি বিদ্যালয়ে মোট ১ লক্ষ ২৩ হাজার ৭৬৭ জন ছাত্রছাত্রী রয়েছে।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu