HeadLogo

দশদা কম্বল টিল্লায় সরকারি লাইসেন্সপ্রাপ্ত বিলাতি মদের দোকান প্রমীলা বাহিনীর দ্বারা ভাঙচুর


সবুজ ত্রিপুরা
২১ মে, ২০২০

কাঞ্চনপুর প্রতিনিধি : উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর মহকুমাধীন দশদা আর ডি  ব্লকের অধীনে থাকা দশদা কম্বল টিল্লা সংলগ্ন এলাকায় একটি বিলাতি মদের লাইসেন্স প্রাপ্ত নতুন দোকান গড়ে উঠে।  কিন্তু সরকারি অনুমতিক্রমে পাওয়া এই বিলাতি মদের দোকান খুলতে গিয়ে ঝামেলায় পড়তে হয় দোকান কর্মীদের। ভাঙচুর হয় কয়েক লক্ষাধিক টাকার বিলাতি মদের কার্টন এবং তাড়িয়ে দেওয়া হয় দোকান কর্মীদেরকে।স্থানীয় ১০-১৫ জনের একটি মহিলার দল ঐ দোকানে গিয়ে ভাঙচুর ভাংচুর সঙ্ঘটিত করে।  এই ঘটনায় স্থানীয় জনগণের মধ্যে উদ্বেগ  সৃষ্টি হয়েছে। 

কোন মন্তব্য নেই