লকডাউনের সংকটময় পরিস্থিতিতে জনসাথী ত্রিপুরা সামাজিক সংস্থার সামাজিক উদ্যোগ

সবুজ ত্রিপুরা, নিজস্ব প্রতিনিধি, ১৩মে :ধর্মনগরের জনসাথী ত্রিপুরা সামাজিক সংস্থাটি প্রতিনিয়ত লকডাউনের এই সংকটময় পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়াতে নানা কর্মসূচি পালন করে চলেছে। কখনো ধর্মনগরের পুলিশ প্রশাসনে কর্মরত পুলিশ কর্মী ও হাসপাতালের কর্তব্যরত স্বাস্থ্য কর্মীদের মধ্যে জল ও খাবার বিতরণ করছে। আবার কখনো খাবার বিতরণ করেছে ধর্মনগর পুরপরিষদের সাফাইকর্মী ও টুয়েপ কর্মীদের মধ্যে । 
কিন্তু গত কাল অর্থাৎ মঙ্গলবার এই জনসাথী ত্রিপুরা সামাজিক সংস্থা মানুষের সাথে সাথে রাস্তার ধারে নিরন্ন পথ পশুদের মুখে খাবার তুলে দিল। বর্তমানে লকডাউনের কারনে রাস্তার ধারের পথ পশুদের খাবারের সংকট দেখা দিয়েছে। ফলে এই পশুদের বাঁচিয়ে রাখতে জনসাথী ত্রিপুরা সামাজিক সংস্থার উদ্যোগ সাধুবাদ যোগ্য । মঙ্গলবার সন্ধ্যায় তারা পুরপরিষদ এলাকার বিভিন্ন পথ ঘুরে ঘুরে রাস্তার ধারে পশুদের আহার তুলে দেন।

ছবিঃ স্বরূপ ঘোষ 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu