কদমতলায় শতাধিক ব্যক্তিকে করা হল জরিমানা - Sabuj Tripura News


সবুজ ত্রিপুরা
২৩ মে, ২০২০

চুড়াইবাড়ি প্রতিনিধি: মহামারী করোনা ভাইরাসের উপর উত্তর জেলায় জেলাশাসক ও পুলিশ সুপারের যৌথ সচেতনতামূলক অভিযান করেন। দেশে চলছে  চতুর্থ দফার লকডাউন । যদিও চতুর্থ দফার লকডাউনে সাধারণ জনগণ থেকে শুরু করে যান চলাচল ও বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে অনেকটা ছাড় দিয়েছে কেন্দ্রীয় সরকার। তার সাথে সাথে করোনা ভাইরাস মোকাবিলার জন্য অনেকটা নতুন নিয়মাবলী জারি করেছে কেন্দ্রীয়  সরকার। সেই সকল নতুন নিয়মাবলী জনগণ যাতে পালন করে তার জন্য আজ বিকেলে উত্তর জেলার ত্রিপুরা অসম সীমান্ত ঘেঁষা কদমতলা প্রেমতলা ও চুড়াইবাড়ি বাজারে উত্তর জেলার জেলাশাসক রেবেল এইচ কুমার ও উত্তর জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী যৌথভাবে সচেতনতামূলক অভিযান করেন। সাথে ছিলেন এসডিএম, কদমতলা ব্লকের বিডিও, কদমতলা থানার ওসি, চুড়াইবাড়ি থানার ওসি সহ পুলিশ ও প্রশাসনের শীর্ষ আধিকারিকগন। 





আজকের এই অভিযানের মূল বিষয়বস্তু ছিল সাধারণ জনগণ মুখে মাস্ক না পরে জনসমাগমে যাওয়া, এক মোটরবাইকে দুইজন করে যাওয়া, সামাজিক দূরত্ব বজায় না রাখা, যাত্রীবাহী গাড়িতে সামাজিক দূরত্ব না মেনে অধিক যাত্রী বহন করা ইত্যাদি। কদমতলা প্রেমতলা ও চুড়াইবাড়ি বাজারে প্রায় একশো জনকে ১০০ টাকা করে কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুসারে জরিমানা করা হয় প্রশাসনের তরফ থেকে।

উত্তর জেলার জেলাশাসক রেবেল এইচ কুমার সাংবাদিকদের এক সাক্ষাৎকারে জানান, আগামী দিনেও তা জারি থাকবে এই ধরণের অভিযান ।

ছবিঃ কিশোর রঞ্জন হোড়

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu