ধর্মনগর ডিএনভি মাঠের অস্থায়ী বাজার কর্দমাক্ত হওয়ার ক্ষোভে ফুঁসছে ক্রেতা-বিক্রেতারা


সবুজ ত্রিপুরা, নিজস্ব প্রতিনিধি, ১৫মে: করোনা মোকাবিলায় রাজ্যের বিভিন্ন প্রান্তের বাজার গুলোকে সরিয়ে অন্যত্র খোলা জায়গায় স্থানান্তরিত করা হয়েছে। ঠিক তেমনি ধর্মনগরের মূল বাজারটি সরিয়ে ডিএন বিদ্যামন্দির ময়দানে স্থানান্তরিত করা হয়েছিল। মাঠে অস্থায়ী দোকান বানিয়ে সবজি মাছ মাংসের সব খুচরা ব্যবসায়ীরাই সেখানে ব্যবসা করছেন। কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে অল্প বৃষ্টিতেই মাঠের মধ্যে জমছে জল। ফলে সমস্যায় পরতে হচ্ছে ক্রেতা বিক্রেতা উভয়দের।
এই জমা জলের কারনে ভালো একটা অংশের ক্রেতারা বাজারের ভেতরে না ডুকে বাজারের সামনের দোকান গুলোথেকে সবজি মাছ কিংবা মাংস কিনে ফিরে যাচ্ছেন। অর্থাৎ বাজারে বৃষ্টির জলে কর্দমাক্ত হওয়ায় বিভিন্ন রকম সমস্যায় পরতে হচ্ছে অধিকাংশ বিক্রেতাদের। এতে ক্ষোভে ফুঁসছে বিক্রেতারা। তাদের দাবি অতি সত্বর জেন প্রশাসন ডিএনভি মাঠের বাজারের জমা জল নিষ্কাশন করে এই বাজাটিকে ব্যবসার উপযুক্ত করে দেন।




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu