কাজের উদ্দেশ্যে বেরিয়ে রড বোঝাই গাড়ির ধাক্কায় মৃত্যু বাইশ বছর বয়সী যুবকের


সবুজ ত্রিপুরা,  নিজস্ব প্রতিনিধি, ১০মে : লোহার রড বোঝাই গাড়ির ধাক্কায় মৃত্যু ধর্মনগর উত্তর হুরুয়ার সিয়াব উদ্দিন নামে এক দিনমজুরের। ঘটনার বিবরণে জানাযায়, রবিবার সাতসকালেই কাজের উদ্দেশ্যে বেরিয়ে ছিলেন সিয়াব উদ্দিন। নির্দিষ্ট গন্তব্য স্থলে পৌঁছাতে সে একটি ব্যাটারি চালিত ই-রিক্সা চড়ে শনিছড়া এলাকার একটি গলিরাস্থা থেকে আসাম-ত্রিপুরা জাতীয় সড়কে উঠতেই লোহার রড বোঝাই একটি বারো চাকার লরি এসে ঐ ই-রিক্সাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন সিয়াব উদ্দিন(২২)। সঙ্গে সঙ্গে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ই-রিক্সা চালক।


স্থানীয়দের তৎপরতায় ফায়ার সার্ভিসের মাধ্যমে ই-রিক্সার যাত্রী সিয়াব উদ্দিনকে আশংকা জনক অবস্থায় রবিবার সকাল ৯•২৫ নাগাদ  ধর্মনগর হাসপাতালে ভর্তি করা হলে বেলা ১২ টা নাগাদ তাঁর মৃত্যু হয়। এদিকে লরির চালক বর্ধমানের বাসিন্দা ননীলালা গুপ্ত(৪৭ ) স্ব-উদ্যোগেই বাগবাসা পুলিশ ফাঁড়িতে এসে ধরা দেয়। যে স্থানে দূর্ঘটনাটি ঘটেছিল সে জায়গাটি চুড়াইবাড়ি থানার আওতাধীন থাকায় বর্তমানে লরির চালক সহ লরি ও ই-রিক্সাটি চুড়াইবাড়ি থানায় রয়েছে। ই-রিক্সা চালক পলাতক।


ছবিঃ স্বরূপ ঘোষ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu