সাবধান! এখন থেকে যত্রতত্র থুতু ফেললে কিংবা প্রস্রাব করলেই জরিমানা , দেখে নিন সেই বিজ্ঞপ্তিটি


সবুজ ত্রিপুরানিজস্ব প্রতিনিধি, ২৪ এপ্রিল : করোনা সংক্রমণ মোকাবিলায় রাজ্যে প্রণয়ন নতুন আইন। মূলত কেন্দ্রীয় সরকারের আদেশ অনুযায়ী বৃহস্পতিবার ত্রিপুরা সরকারের  গ্রামোন্নয়ন দপ্তরের তরফে রাজ্যের প্রতিটি পুর নিগম,পুর পরিষদ ও নগর পঞ্চায়েত এলাকায় এক নির্দেশে জানানো হয়েছে। এখন থেকে যেখানে সেখানে থুতু ফেলা কিংবা প্রস্রাব করা যাবে না। যত্রতত্র থুতু ফেললে ১০০টাকা জরিমানা ও প্রস্রাব করলে ২০০টাকা জরিমানা করা হবে। এই আদেশ জেনো সকল জনগণ পালন করেন এই অনুরোধ করা হয়েছে। 



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu