ঝড়ে ক্ষতিগ্রস্ত কল্যানপুর ব্লকের ত্রাণ শিবির পরিদর্শনে মুখ্যমন্ত্রী


সবুজ ত্রিপুরানিজস্ব প্রতিনিধি, ২৪ এপ্রিল : মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ তেলিয়ামুড়া মহকুমার কল্যানপুর ব্লকে ঝড়বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত এলাকা ও ত্রাণ শিবির পরিদর্শন করেন।উল্লেখ্য,গতকালের ঝড়বৃষ্টিতে কল্যানপুর ব্লকের ১১ পরিবারের ৪৫ জন মানুষ ঘিলাতলি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে আশ্রয় নিয়েছেন। ত্রাণ শিবির পরিদর্শনের সময় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলেন ও বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।পরে মুখ্যমন্ত্রী

শ্রীদেব সাংবাদিকদের সাথে কথা বলার সময় বলেন,গতকালের ঝড়বৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জম্পুইজলা,টাকারজলা ও খোয়াই জেলার কল্যানপুর ব্লক।করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে এখন লকডাউন চলছে।এরমধ্যে প্রাকৃতিক এই দুর্যোগে কৃষি ও রাবার ক্ষেত্রের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষের ঘরবাড়িও। মুখ্যমন্ত্রী বলেন ক্ষতিগ্রস্তদের সহায়তা দেবে সরকার। এজন্য প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে।

ঝড় তুফানে ক্ষতিগ্রস্ত কল্যানপুর ব্লকের ঘিলাতলি স্কুল সংলগ্ন গোপাল চন্দ্র দেবনাথ ও হরিবালা দেবনাথের বাড়ি পরিদর্শন করেন  মুখ্যমন্ত্রী এবং তাদের সাথে কথাও বলেন। ত্রাণ শিবির পরিদর্শনের সময় মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন বিধায়ক পিনাকী দাস চৌধুরী , ক্রীডা পর্ষদের সচিব অমিত রক্ষিত, জিলা পরিষদের সহকারী সভাধিপতি হরিশঙ্কর পাল,জেলাশাসক স্মিতা মল এবং মহকুমা শাসক ভাস্কর  ভট্টাচার্য,

 পুলিশ সুপার ডঃ কিরণ কুমার এবং কল্যানপুর ব্লকের বিডিও ই জংতে।ঘিলাতলি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের  ত্রাণ শিবিরটি ছাড়াও ঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য  ব্লকের ঘিলাতলি পুলিশপাড়া কমিউনিটি হলে ৫ পরিবারের ২০ জন এবং উওর কমলনগর সুকান্ত  বিদ্যালয় ৭ পরিবারের ২৮ জন ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu