বক্সনগরে কাঁটাতারের ওপারের ভারতীয় নাগরিকদের রেশন সামগ্রী প্রদান






সবুজ ত্রিপুরা, বক্সনগর প্রতিনিধি, ১৯ এপ্রিল : করোনা মহামারীর প্রকোপে রাজ্যের সাধারণ জনজীবন বিপর্যস্ত। বিশেষতঃ দরিদ্র ও খেটে খাওয়া মানুষের জীবনে নেমে এসেছে দুর্ভোগ।


               তাদের এই দুঃসময়ে রাজ্যের বিভিন্ন প্রান্তের শুভবুদ্ধি মানুষ স্বেচ্ছায় এগিয়ে এসে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন।


সামাজিক দূরত্ব বজায় রেখে কাঁটাতারের ওপার দেশীয় জনগণকে রেশন প্রদান। ছবি : আবু কাউছার।





       এমনই ভাবে পশ্চিম ত্রিপুরা জেলার মধ্য বক্সনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় সীমান্তবর্তী কাঁটাতারের বেড়ার বাইরে থাকা ভারতীয় নাগরিকদের মধ্যে রেশন সামগ্রী প্রদান করা হয়। গতকাল সকালবেলা কাঁটাতারের গেটের ওপার বাসিন্দারা মধ্য বক্সনগরের রেশনশপের ডিলার ও সেখানকার গ্রাম পঞ্চায়েত প্রধান জিমুল হকের তদারকিতে রেশন সামগ্রী পায়।


           এই কার্য্যক্রমকালে উপস্থিত ছিলেন এলাকার পঞ্চায়েত সমিতির সদস্য ও অন্যান্য নেতৃবৃন্দ। সব কিছুই হয়েছে সামাজিক দূরত্ব বজায় রেখে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu