সবুজ ত্রিপুরা, তেলিয়ামুড়া প্রতিনিধি, ২৩ এপ্রিল : আজ সকাল ১১ ঘটিকায় তেলিয়ামুড়া মহকুমার আসেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের জায়া শ্রীমতী নীতি দেব। পূর্বোদ্বয় সামাজিক সংস্থার রাজ্যের সাধারণ সম্পাদক হিসেবে তিনি ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের মহারানীপুর, চাকমাঘাট এলাকার গরীব দুস্থ পরিবারের মধ্যে ত্রাণ বন্টন করেন।
এদিন ত্রাণ বন্টন অনুষ্ঠানে শ্রীমতী দেবের সাথে ছিলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, বিধায়ক ডক্টর অতুল দেববর্মা সহ অন্যান্যরা। উল্লেখ্য বর্তমান লকডাউন এর ফলে কর্মহীন দিশেহারা জনগণের পাশে এসে দাঁড়ালেন সামাজিক সংস্থার কর্ণধার শ্রীমতী দেব। এদিন মহারানীপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে চাল, ডাল ,আলু সহ বিভিন্ন দ্রব্য সামগ্রী পেয়ে খুশি সাধারণ জনগণ।
0 মন্তব্যসমূহ