সবুজ ত্রিপুরা, তেলিয়ামুড়া প্রতিনিধি, ১৭ এপ্রিল : বৈশাখ মাসের শুরুতেই কালবৈশাখীর তাণ্ডবে অল্পের জন্য প্রাণে বেঁচে গেল এক পরিবার। ঘটনাটি তেলিয়ামুড়া গ্রামোন্নয়ন ব্লকাধীন গামাইবাড়ি পঞ্চায়েতের ৪ নং ওয়ার্ডে।
গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে আচমকা শুরু হয় কালবৈশাখী ঝড়। ওই সময়ে গামাইবাড়ি গ্রাম পঞ্চায়েতের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা কার্তিক দেব তার গোটা পরিবার সহ গভীর নিদ্রায় মগ্ন ছিলেন। প্রবল ঝড়ঝঞ্ঝায় হঠাৎ ঘুম ভেঙে যায় সকলের।
![]() |
ঝড়ে ক্ষতিগ্রস্ত কার্তিক দেবের পরিবার। ছবি : নিজস্ব |
মুহুর্তের মধ্যে এক বিশাল আকৃতির গাছ ভেঙে ঘরে পড়ার শব্দের আঁচ পেয়ে কার্তিক দেব তার পরিবারকে নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়েন। তখনই গাছটি ভেঙে পড়ে এবং বসতঘরটিকে কার্যত ধুলিস্যাৎ করে দেয়।
এই ঘটনার খবর পেয়ে আজ সকালে স্থানীয় পঞ্চায়েত আধিকারিক ঘটনাস্থলে গিয়ে সবকিছু দেখেন আর ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ ৫০০ টাকা দেন। এছাড়া পঞ্চায়েত কার্যালয়ের একটি ঘর খালি করে সেখানে তাদের থাকার ব্যবস্থাও করে দেয়া হয়। জানা গেছে, পঞ্চায়েত আধিকারিক ক্ষতিগ্রস্থ কার্তিক দেবের ঘর মেরামত করে দেয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন।
0 মন্তব্যসমূহ