পানিসাগরের নেতাজি নিউ ভয়েস ক্লাবের উদ্যোগে ১২০টি পরিবারে ত্রাণ সামগ্রী বিতরণ


সবুজ ত্রিপুরা, পানিসাগর প্রতিনিধি, ১১ এপ্রিল ত্রিপুরা রাজ্যে করোনা ভাইরাসের কারণে উদ্ভূত ভয়াবহ পরিস্থিতির মোকাবিলায় লকডাউন প্রক্রিয়ার বড় প্রভাব পড়েছে নিম্নবিত্ত পরিবারের উপর; যদিও তাদেরকে সরকারি অনুদান থেকে রেশন সামগ্রী বিনামূল্যে সরবরাহ করা হচ্ছে, তারপরও পরিবারগুলোর অবস্থা বেহাল।


     এই অবস্থায় পাশে এসে দাঁড়াচ্ছেন বিভিন্ন এনজিও, ক্লাব, সামাজিক সংস্থা, সেবা সমিতি থেকে শুরু করে সমাজের ব্যবসায়ী এবং শুভবুদ্ধি জনগণ।এমনই একটি মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেন পানিসাগর মহকুমার স্বনামধন্য ঐতিহ্যবাহী ক্লাব নেতাজি নিউ ভয়েস ক্লাব।

নেতাজি নিউ ভয়েস ক্লাবের পক্ষ থেকে মহকুমাশাসকের কার্য্যালয়ে ত্রাণ সামগ্রী হস্তান্তর। ছবি : রমাকান্ত দেবনাথ।

        ক্লাবের সদস্যরা নগর এলাকার মোট ১১টি ওয়ার্ডের মধ্যে পিছিয়ে পড়া মোট ১২০টি পরিবারের মধ্যে চাল, ডাল, তেল, সোয়াবিন এবং আলু বিনামূল্যে বিতরণ করেন। তবে বর্তমান পরিস্থিতিতে লকডাউন তথা ১৪৪  ধারাকে সম্মান জানিয়ে বাড়ি বাড়ি যাওয়ার পরিবর্তে পানিসাগর মহকুমা প্রশাসনের কাছে সমস্ত সামগ্রী হস্তান্তর করা হয়। 



          প্রশাসনিক আধিকারিকরা ও ক্লাব সদস্যরা মিলিতভাবে এই কাজে ভাগ নেন। ক্লাব কর্তৃপক্ষ জানান যে, আগামী দিনেও তাদের পক্ষ থেকে এই ধরনের প্রয়াস জারি থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu