সুব্রতা ভট্টাচার্যের আত্মকাহিনী অবলম্বনে প্রকাশিত বই "বলয় গ্রাস"-র প্রকাশ অনুষ্ঠান



সবুজ ত্রিপুরা, ধর্মনগর প্রতিনিধি, ১৭ মার্চ : গত রবিবার ১৫ই মার্চ ধর্মনগর জেইলরোড স্থিত আনন্দধারা মিউজিক কলেজের কর্ণধার পার্থ প্রতীম নাথের বাড়িতে উনারই মাতৃদেবী শ্রীমতী সুব্রতা দেবীর আত্মকাহিনী অবলম্বনে লেখা "বলয় গ্রাস" বইটির প্রকাশ অনুষ্ঠান পালন করা হলো।



যদিও এই বইটি এবছরের আগরতলা বই মেলায় প্রকাশিত হয়েছে। তথাপি রবিবার ধর্মনগরের জ্ঞানীগুনি জনদের উপস্থিতিতে এই বই প্রকাশ অনুষ্ঠানে লেখিকা সুব্রতা ভট্টাচার্যের আত্মকাহিনীর বিভিন্ন বিষয়ে উপস্থিত অতিথিরা আলোচনা করেন।



এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মনগরের বিশিষ্ট অবসরপ্রাপ্ত শিক্ষক শ্রী বিকাশ বরণ ভট্টাচার্য ও সমাজসেবী শ্রী রসিক রঞ্জন গোস্বামী, বিশিষ্ট কবি-সাহিত্যিক-সাংবাদিক শ্রী জোতির্ময় রায়, ধর্মনগর পুর পরিষদের ভাইস চেয়ারম্যান শ্রী মানিক লাল নাথ এবং বিশিষ্ঠ আইনজীবি তথা কবি শ্রী হৃষীকেশ নাথ। অনুষ্ঠানে সুব্রতা দেবীর পুত্র শ্রী পার্থ প্রতীম নাথ ও শ্রী সিদ্ধার্থ নাথ আনন্দের সাথে সকলের কাছে আগামীদিনেও বিভিন্ন সহযোগিতা কামনা করেন।
    


আরও পড়ুন : 
 
যুবরাজনগর ব্লক এলাকায়এইডস বিষয়ক সচেতনতা শিবির


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu