চীন ও ইতালিকে ছাপিয়ে করোনা সংক্রমণের শীর্ষে আমেরিকা



সবুজ ত্রিপুরা, নিজস্ব প্রতিনিধি, ২৭ মার্চ : গোটা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা বর্তমানে ৫ লক্ষ টপকে গেছে।ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে লকডাউন ঘোষণা করা হয়েছে।কিন্তু এর পরও করোনায় আক্রান্তের সংখ্যা দিনদিন বেড়েই চলেছে।


আমেরিকায় এই মুহূর্তে করোনায় আক্রান্তের সংখ্যা ৮৩ হাজার। পরিসংখ্যানে ইতালিকেও ছাড়িয়ে গেছে আমেরিকা।  যদিও মৃতের সংখ্যা ইতালিতেই সবচেয়ে বেশি। তারপরে রয়েছে চীন।  গোটা বিশ্বে বর্তমানে মৃতের সংখ্যা ২৩ হাজার ২৯৩। 


মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ‘‌এই ভাইরাসের বিরুদ্ধে সবরকমভাবে লড়াই করার চেষ্টা চলছে। এই ভাইরাস যাতে কোনওরকমভাবে না ছড়িয়ে পড়তে পারে তার জন্য অর্থনৈতিক, বৈজ্ঞানিক, ওষুধ ও মিলিটারি সব সমস্ত ক্ষেত্রকে কাজে লাগানো হচ্ছে।’‌ আমেরিকার ৪০ শতাংশ জনগণ লকডাউনের আওতায় রয়েছেন। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘‌বাড়িতে থাকুন, রিল্যাক্স করুন।’‌ 

সংবাদ সৌজন্যে : স্বরূপ ঘোষ।





একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu